স্বাধীনতা দিবসে জেএসডি’র শ্রদ্ধা নিবেদন

জেএসডির পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩ | ১১:৩৯ | আপডেট: ২৬ মার্চ ২০২৩ | ১১:৩৯
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ রোববার সকাল ৭টায় সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপনের নেতৃত্বে দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ইউসুফ সিরাজ খান মিন্টু, কেন্দ্রীয় নেতা আবুল কালাম, ইলোরা খাতুন, মইনুল আলম রাজু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মুক্তার, সহসভাপতি গোলাম ফারুক সরকার সুমন প্রমুখ।