রাষ্ট্র-রাজনীতিতে শ্রমজীবী মানুষের দাম কমে গেছে: সাইফুল হক

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২৩ | ১১:১৯ | আপডেট: ০৭ এপ্রিল ২০২৩ | ১১:৪৪
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, ভোটের দাম ও সুযোগ না থাকায় রাষ্ট্র ও রাজনীতিতে শ্রমজীবী মেহনতী মানুষের দাম ও সম্মান- দুটোই কমে গেছে। দুই দশক আগেও রাজনীতিতে শ্রমজীবী মেহনতী মানুষের যে গুরুত্ব ছিল, আজ তা অনেকখানি কমে গেছে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি আয়োজিত মানবন্ধন ও সমাবেশে তিনি এসব কথা বলেন।
সাইফুল হক বলেন, রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচিতে রিকশা শ্রমিকদের ব্যবহার করলেও তাদেরকে অধিকার দেয় না। রাজনৈতিক দলে লাখ লাখ রিকশা শ্রমিকের উন্নয়নের কোনো এজেন্ডা নেই। রিকশা শ্রমিকদের মানবিক অধিকার প্রতিষ্ঠায়ও কারও মনোযোগ নেই।
তিনি বলেন, এই দুর্মূল্যের বাজারে রিকশা শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা, উপযুক্ত বাসস্থান, তাদের পরিবারের জন্য বিনামূল্যে শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থা, হয়রানি ছাড়া লাইসেন্স প্রদান এবং শ্রমিকদের অঙ্গহানি ভাতা ও মৃত্যুকালীন অনুদান দিতে হবে। অধিকার প্রতিষ্ঠায় রিকশা শ্রমিকদের আন্দোলন-সংগঠন জোরদার করারও আহ্বান জানান তিনি।
বিপ্লবী রিকশা শ্রমিক সংহতির আহ্বায়ক মোহাম্মদ জামাল সিকদারের সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সদস্য সচিব গোলাম রাজিব, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, খেতমজুর ইউনিয়নের সাধারণ সম্পাদক আকবর খান, বিপ্লবী শ্রমিক সংহতির আহবায়ক মীর মোফাজ্জল হোসেন মোশতাক, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, আবদুল হালিম ভুঁইয়া, মীর রেজাউল আলম, রিকশা শ্রমিক সংহতির জানে আলম, আবদুর রহিম প্রমুখ।
সমাবেশ শেষে রিকশা শ্রমিকদের বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।