ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিএনপি ক্ষমতা নয়, মানুষের কল্যাণের জন্য কাজ করে: মঈন খান

বিএনপি ক্ষমতা নয়, মানুষের কল্যাণের জন্য কাজ করে: মঈন খান

আলোচনা সভায় বক্তব্য দেন ড. আব্দুল মঈন খান - সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৩ | ০৯:০৪ | আপডেট: ১৫ এপ্রিল ২০২৩ | ০৯:০৪

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বিএনপি ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য কাজ করে।

স্বাধীনতা ঐক্য পরিষদের আত্মপ্রকাশ উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে ঈদ উপহার বিতরণ এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

ড. আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ জামায়াতের সঙ্গে আন্দোলন করলে সেটা জায়েজ হয়। বিএনপি কারো সাথে রাজনীতি করলে সেটা অন্যায় হয়। ২০০১ সালের আগে আমাদের জামায়াতের সাথে একটা নির্বাচনী জোট ছিল। সেটা ছিল অংকের বিষয়।

বিএনপি জাতীয়তাবাদের রাজনীতি করে একথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের সকল শ্রেণীর মানুষ ধর্মবর্ণ উপজাতি বাঙালি সবাইকে নিয়ে একটি জাতীয়তাবাদের রাজনীতি গঠন করেছিলেন। তিনি বিশ্বের বুকে সেটাই প্রতিষ্ঠিত করেছিলেন এবং আমরা আজকে সেটা পরিচয় দিতে গর্ববোধ করি।

ড. মঈন খান বলেন, সংবিধানের জন্য বাংলাদেশের মানুষ নয়, বাংলাদেশের মানুষের জন্য সংবিধান রচিত হয়েছে। বাংলাদেশের মানুষ যা চাইবে সেভাবে সংবিধান তৈরি করতে হবে। বাংলাদেশের মানুষ সংবিধান পরিবর্তন করতে চাইলে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধান কোনো বাইবেল নয়। মানুষের কল্যাণের জন্যই সংবিধান সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, আওয়ামী লীগ কোনোদিন গণতন্ত্র বিশ্বাস করে না। তারা একনায়তন্ত্র ও একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাস করে। সকলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে তাদেরকে ক্ষমতা থেকে সরিয়ে সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।

ড. মঈন খান বলেন, 'ইনশাল্লাহ আমরা আগামীতে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে আনবো। দ্রব্যমূল্যে মানুষের নাভিশ্বাস উঠেছে, মানুষ কষ্ট আছে, সেই কষ্ট দূর করার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। সকল মানুষের পাশে বিএনপি আছে। আমরা ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য কাজ করি।'

স্বাধীনতা ঐক্য পরিষদের আহ্বায়ক ড. কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া হোসেন ইমনের পরিচালনায় আরো বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, কৃষক দলের সহ-সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম, যুবদলের সহ স্বনির্ভর বিষয়ক সম্পাদক মুস্তাফিজুর রহমান, ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ সোহেল প্রমুখ।

আরও পড়ুন

×