ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আগামী নির্বাচন বড় ঘটনার জন্ম দিতে পারে: জি এম কাদের

আগামী নির্বাচন বড় ঘটনার জন্ম দিতে পারে: জি এম কাদের

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ মে ২০২৩ | ১১:২৫ | আপডেট: ১০ মে ২০২৩ | ১১:২৯

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ইতিহাসের বড় ঘটনার জন্ম দিতে পারে। তা খারাপ ঘটনা হতে পারে। আবার ভালো হতে পারে। রাজনীতিতে সংঘাত হতে পারে, আবার দমনপীড়ন করে রাজনীতিকে দাবিয়ে রাখা হতে পারে। আসলে দেশের রাজনীতিতে সমস্যা আছে, কিন্তু তার সমাধান দেখছি না।

বুধবার জাপার বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, জাপা নিজস্ব রাজনীতি নিয়ে সাধারণ মানুষের কাছে যাচ্ছে। কিন্তু নির্বাচনের সময়ে দলটির কী ভূমিকা হবে- সেটা জনগণের প্রত্যাশা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

গত তিনটি সংসদ নির্বাচনে আওয়ামী লীগের জোটে ছিল জাপা। আগামীতে ভিন্ন অবস্থান নিতে পারেন বলে আভাস দিচ্ছেন জি এম কাদের।

তিনি বলেন, যদি মনে করতে পারি, এককভাবে নির্বাচন করতে পারব, তাহলে তা-ই করব। আর সেই শক্তি না থাকলে অন্যদের সঙ্গে জোট হতে পারে। যে দলের সঙ্গে জোট হলে জনগণ উপকৃত সেই দলের সঙ্গে যাবে জাপা। দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনায় এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

আরও পড়ুন

×