যুবলীগের দুটি কমিটি ঘোষণা

সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৩ জুন ২০২৩ | ১৯:১৮ | আপডেট: ১৩ জুন ২০২৩ | ১৯:১৮
যুবলীগের চট্টগ্রাম মহানগর ও সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে দুটি কমিটি ঘোষণা করা হয়।
এর মধ্যে চট্টগ্রাম মহানগর যুবলীগে মাহমুদুল হক সুমন চৌধুরীকে সভাপতি ও দিদারুল আলমকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ দুজনসহ ১৩১ সদস্যবিশিষ্ট মহানগর কমিটির ৪০ সদস্যের আংশিক কমিটিও ঘোষণা করা হয়, যাঁরা আগামী তিন বছর দায়িত্ব পালন করবেন। এই কমিটির শূন্য পদগুলো পূরণ করে আগামী ৬০ দিনের মধ্যে কেন্দ্রের অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
এ ছাড়া সিরাজগঞ্জ জেলা যুবলীগে রাশেদ ইউসুফ জুয়েলকে আহ্বায়ক এবং হাসান শহীদ চঞ্চল, সঞ্জয় কুমার সাহা ও আলহাজ সরকারকে যুগ্ম আহ্বায়ক করে ৪১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটি আগামী ৯০ দিনের মধ্যে সম্মেলন ও নতুন কমিটি নির্বাচন করবে।
- বিষয় :
- যুবলীগ
- চট্টগ্রাম মহানগর
- সিরাজগঞ্জ