ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ঢাকা ও চট্টগ্রামের উপনির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা

ঢাকা ও চট্টগ্রামের উপনির্বাচনে জাপার প্রার্থী ঘোষণা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ জুন ২০২৩ | ১৬:৩৪ | আপডেট: ১৪ জুন ২০২৩ | ১৬:৩৪

ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনের জন্য দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় পার্টি (জাপা)। এর মধ্যে চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে সামসুল আলমকে প্রার্থী করেছে দলটি। অন্যদিকে ঢাকা-১৭ আসনে জাপার মনোনয়ন পেয়েছেন মেজর (অবসরপ্রাপ্ত) সিকদার আনিছুর রহমান।

বুধবার জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী এসব তথ্য জানান।

তিনি জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়। এর পরিপ্রেক্ষিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের ঢাকা-১৭ ও চট্টগ্রাম-১০ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন।

আওয়ামী লীগের সংসদ সদস্য ডা. আফছারুল আমীনের মৃত্যুতে চট্টগ্রাম-১০ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আগামী ৩০ জুলাই চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

এ ছাড়া চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

আরও পড়ুন

×