ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

কোরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

কোরআন পোড়ানোর ঘটনায় প্রতিবাদ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জুলাই ২০২৩ | ১৫:৫৩ | আপডেট: ০২ জুলাই ২০২৩ | ১৫:৫৩

ঈদের আগের দিন সুইডেনের স্টকহোমে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। অনতিবিলম্বে কোরআন অবমাননাকারী ব্যক্তিকে গ্রেপ্তার ও তার দৃষ্টান্তমূলক বিচার এবং সুইডিশ সরকারের ক্ষমা প্রার্থনাসহ তাদের পূর্ণাঙ্গ ব্যাখ্যা দাবি করেছে দলটি।

রোববার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে এই প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘সুইডিশ সরকার ও প্রশাসনের প্রচ্ছন্ন মদদে সংগঠিত এই ন্যাক্কারজনক ঘটনার নিন্দা জানানোর ভাষা আমাদের নেই।’

সাইফুল হক বলেন, ‘এই ঘটনা বাংলাদেশসহ সারা দুনিয়ার মুসলমান ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করেছে। ধর্মপ্রাণ কোনো সম্প্রদায়ের মানুষই ধর্মগ্রন্থের এই ধরনের অবমাননা মেনে নিতে পারে না। ধর্মপ্রাণ ও কাণ্ডজ্ঞানসম্পন্ন কোনো মানুষ কোনো ধর্মগ্রন্থকে অবমাননা করতে পারে না।’

সাইফুল হক আরও বলেন, ‘সুইডেনে কোরআন অবমাননার এই ঘটনা পুরোপুরি বিদ্বেষপ্রসূত ও উস্কানিমূলক।

আরও পড়ুন

×