চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আ’লীগ প্রার্থী মহিউদ্দিন বাচ্চু

মহিউদ্দিন বাচ্চু
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৪ জুলাই ২০২৩ | ০১:৩৭ | আপডেট: ০৪ জুলাই ২০২৩ | ০১:৩৮
সোমবার রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভায় মহিউদ্দিন বাচ্চুকে নৌকার প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়।
মনোনয়ন বোর্ডের সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, চট্টগ্রাম-১০ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন ২৯ জন। তারা দলের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্য থেকে যাচাই-বাছাই করে মহিউদ্দিন বাচ্চুকে চূড়ান্ত করা হয়।
মহিউদ্দিন বাচ্চু চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক আহ্বায়ক। গত বছর সম্মেলনের মধ্য দিয়ে তিনি যুবলীগ থেকে বিদায় নেন। এরপর তিনি মহানগর আওয়ামী লীগের সদস্যপদ গ্রহণ করেন। ছাত্রজীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতি করে আসছেন।
এর আগে গত ২ জুন চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফসারুল আমীনের মৃত্যুতে আসনটিকে শূন্য ঘোষণা করা হয়। ৩০ জুলাই এই আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।