ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ইইউ দূতকে জি এম কাদের

নির্বাচন বর্জন করবে না জাপা

নির্বাচন বর্জন করবে না জাপা

জাপা চেয়ারম্যান জি এম কাদের- ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩ | ১৬:৩৪ | আপডেট: ০৪ জুলাই ২০২৩ | ১৬:৩৪

সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। জাপা আগামী নির্বাচনে অংশ নেবে কিনা, তা বৈঠকে জানতে চান ইইউ দূত। একই সঙ্গে অন্য কোনো দলের সঙ্গে জাপা জোট করবে কিনা, তাও জানতে চান। জবাবে জি এম কাদের বলেন, জাতীয় পার্টি নির্বাচন বর্জন করতে চায় না। তবে অন্য কোনো দলের সঙ্গে জোট নয়, এককভাবে ভোটে অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে।

বৈঠকে অংশ নেওয়া জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাশরুর মওলা সমকালকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইইউ রাষ্ট্রদূতের গুলশানের বাসভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

আগামী ৮ জুলাই ইউরোপীয় ইউনিয়নের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দল বাংলাদেশ সফরে আসবে। এ সফর উপলক্ষে মঙ্গলবারের বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মাশরুর মওলা। একই দিন বিএনপির সঙ্গেও বৈঠক করে ঢাকার ইইউ দূতাবাস।

গত দুটি সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠায়নি ইইউ। আগামী নির্বাচনে পাঠাবে কিনা, তা নির্ভর করছে প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিবেদনের ওপর। কূটনৈতিক সূত্রের ভাষ্য, পর্যবেক্ষক পাঠাতে আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হওয়ার নিশ্চয়তা চায় ইইউ।

মাশরুর মওলা বলেন, প্রাক-নির্বাচন পর্যবেক্ষকরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন। জাতীয় পার্টি চায় নির্বাচনে ইইউ পর্যবেক্ষকরা আসুক। বৈঠকে তা বলা হয়েছে। নির্বাচনী ব্যবস্থা ও নির্বাচনকালীন সরকার নিয়ে আলোচনা হয়নি। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ডেপুটি রাষ্ট্রদূত বার্নড স্পেনিয়ারও ছিলেন।

আরও পড়ুন

×