ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

শহিদুল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবি শ্রমিক দলের

শহিদুল হত্যাকাণ্ডের প্রতিবাদ ও বিচার দাবি শ্রমিক দলের

শ্রমিক দল। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৩ | ১৮:১১ | আপডেট: ০৫ জুলাই ২০২৩ | ১৮:১১

গাজীপুরের টঙ্গীর প্রিন্স জ্যাকার্ড সোয়েটার লিমিটেড কারখানার সামনে শ্রমিক নেতা শহিদুল ইসলাম শহীদকে হামলা করে হত্যার উপযুক্ত বিচারের দাবি জানিয়েছে শ্রমিক দল।

শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম এক বিবৃতিতে উল্লেখ করেন যে, গাজীপুরের টঙ্গীর সাতাইস এলাকার প্রিন্স জেকার্ড সোয়েটার লিমিটেড কারখানার শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন ২১ জুন পরিশোধ করার কথা থাকলেও মালিক পক্ষ সময়মতো বেতন বোনাস পরিশোধ না করায় শ্রমিকরা বেতন বোনাসের দাবিতে বিক্ষোভ মিছিল করে। শ্রমিকদের পক্ষে শ্রমিক নেতা শহিদুল ইসলাম ২৫ জুন মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে যান। আলোচনা শেষে তিনি কারখানা থেকে বের হলে মালিক পক্ষের সন্ত্রাসীরা শহিদুলের ওপর হামলা করে গুরুতর আহত করে। স্থানীয় শ্রমিকরা তাকে আহত অবস্থায় উদ্ধার করে তায়রুন্নেছা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শ্রমিক দল নেতারা বিবৃতিতে উল্লেখ করে, ঈদের পূর্বে বেতন বোনাসের দাবিতে শ্রমিকদের পক্ষ নেওয়ায় শ্রমিক নেতা শহিদুল ইসলামকে হত্যা এটাই প্রমাণ করে যে, শ্রমিকদের অধিকার বিষয়ে মালিক পক্ষ কতটা নিষ্ঠুর ও পৈশাচিক হতে পারে। শ্রমিক দল নেতারা অবিলম্বে শহিদুল ইসলামের হত্যাকারীদের গ্রেপ্তার করে বিচার ও শাস্তি দাবি করে। সেই সঙ্গে শ্রমিকদের বকেয়া বেতন ও বোনাস পরিশোধের জন্য সরকার-প্রশাসনকে পদক্ষেপ নিতে আহ্বান জানায়।

আরও পড়ুন

×