ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শোক র‍্যালিতে বিএনপি নেতারা

সরকারের পদত্যাগ ছাড়া কোনো নির্বাচন হবে না

সরকারের পদত্যাগ ছাড়া কোনো নির্বাচন হবে না

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৩ | ১৭:৫৬ | আপডেট: ২০ জুলাই ২০২৩ | ১৭:৫৬

নেতাকর্মীর ওপর হামলা, গুলিবর্ষণ ও হত্যার প্রতিবাদে রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বৃহস্পতিবার বিকেলে শোক র‍্যালি করেছে বিএনপি। এতে অংশ নিয়ে দলটির নেতারা বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনে নিহত কারও রক্ত বৃথা যাবে না। চলমান আন্দোলনে বিজয় তাদেরই হবে। এ সময় সরকারের পদত্যাগ ছাড়া এ দেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তারা।

সরকার পতনে এক দফা আন্দোলনের অংশ হিসেবে গত মঙ্গলবার সারাদেশের জেলা ও মহানগরে পদযাত্রা করে বিএনপি। কর্মসূচি পালনকালে লক্ষ্মীপুরে ক্ষমতাসীনদের হামলায় কৃষক দলের নেতা সজীব হোসেন মারা যান। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে শোক র‍্যালি আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। কর্মসূচিতে জানানো হয়, সজীবসহ গণতান্ত্রিক আন্দোলনে এ পর্যন্ত নিহত নেতাকর্মীর আত্মার শান্তি কামনায় আজ শুক্রবার বাদ জুমা প্রত্যেক মসজিদ-উপাসনালয়ে দোয়া ও প্রার্থনা করা হবে।

শোক র‌্যালি ঘিরে দুপুরের পর থেকে নেতাকর্মীরা নয়াপল্টন এলাকায় জড়ো হন। বুকে কালো ব্যাজ ধারণ করে তারা রক্তের বদলা ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার দাবিতে স্লোগান দেন। বিকেল ৪টার পর শোক র‍্যালি নাইটিঙ্গেল মোড় হয়ে ফকিরাপুল ঘুরে আবার নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ হয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু বলেন, ‘আন্দোলনে নিহতদের রক্তের শপথ– এ সরকারের কাছে আর কোনো দাবি করব না। আন্দোলন-সংগ্রামের মাধ্যমে সরকারের পদত্যাগ ও বর্তমান নির্বাচন কমিশন বাতিল করে দেশে সুষ্ঠু নির্বাচন আদায় করব।’

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, সজীবকে ঠান্ডা মাথায় পরিকল্পিতভাবে হত্যা করেছে আওয়ামী লীগ। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘সংবিধানের বাইরে নির্বাচন হবে না।’ কিন্তু বর্তমান সংবিধানের অধীনে জনগণের রায়ের প্রতিফলন হবে না। এ জন্য নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দরকার।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে বিএনপি নেতা আহমেদ আজম খান, আবদুস সালাম, জয়নুল আবেদিন ফারুক, খায়রুল কবির খোকন, শামসুর রহমান শিমুল বিশ্বাস, আব্দুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মীর সরাফত আলী সপু, তাইফুল ইসলাম টিপু, লিটন মাহমুদ, ইশরাক হোসেন, যুবদল নেতা সুলতান সালাউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক নেতা এস এম জিলানী, রাজীব আহসান, কৃষক দল নেতা হাসান জাফির তুহিন, শহীদুল ইসলাম বাবুল, ছাত্রদল নেতা কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×