ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধা

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে মহিলা আওয়ামী লীগের শ্রদ্ধা

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৩ | ০৯:৪৩ | আপডেট: ০৮ আগস্ট ২০২৩ | ০৯:৫৭

বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণীর ৯৪তম জন্মদিনে মঙ্গলবার সকালে বনানী কবরস্থানে তাঁর সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করেন সংগঠনের নেতাকর্মীরা। 

শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের কবর জেয়ারত এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

বঙ্গমাতা ১৯৩০ সালের ৮ আগস্ট তৎকালীন গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই ও দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি জাতির পিতার হত্যাকারীদের হাতে নির্মমভাবে শহীদ হন।

আরও পড়ুন

×