সাঈদীর মৃত্যু
মধ্যরাতে হাসপাতালের সামনে জামায়াত নেতাকর্মীদের স্লোগান
-samakal-64da8da7e06de.jpg)
ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩ | ২০:২৫ | আপডেট: ১৪ আগস্ট ২০২৩ | ২০:২৫
একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুর খবরে দলটির নেতাকর্মীরা রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে অবস্থান নিয়েছেন। কয়েকশ নেতাকর্মী রাত জেগে নানা রকম স্লোগান দিতে থাকেন এবং বিক্ষোভ করছেন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের মোড় পর্যন্ত নির্মাণাধীন মেট্রোরেলের স্টেশনের নিচের সড়কে অবস্থান নিয়ে সরকারবিরোধী স্লোগান দিতে থাকেন। এ রিপোর্ট লেখার সময় (রাত ২টা) পর্যন্ত সড়কে জামায়াতের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে। ১০টার পর থেকে সড়কের এই অংশটুকুতে যান চলাচল বন্ধ রয়েছে।
এরই মধ্য জামায়াতের নেতাকর্মীদের অবস্থানকে কেন্দ্র করে শাহবাগ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং সাঈদীর মৃত্যুকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এর আগে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী সোমবার রাত ৮টা ৪০ মিনিটে বিএসএমএমইউতে মারা যান।
একাত্তরে মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদী দীর্ঘদিন ধরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন।
২০১০ সালের ২৯ জুন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন দেলাওয়ার হোসাইন সাঈদী। একই বছর ২ আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৮ সালের ১৭ ফেব্রুয়ারি তাকে আমৃত্যু কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।