ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও ষড়যন্ত্র করছে: ওবায়দুল কাদের

জাতীয় শোক দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে আওয়ামী লীগের শ্রদ্ধা। (ছবি-ফোকাস বাংলা)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩ | ০৩:৩০ | আপডেট: ১৫ আগস্ট ২০২৩ | ১০:১০

‘বিএনপির নেতৃত্বে স্বাধীনতাবিরোধীরা আজও দেশবিরোধী ষড়যন্ত্র করছে। তারা স্বাধীনতার বিরুদ্ধে আঘাত আনতে চায়। সবাইকে সতর্ক থেকে তাদের মোকাবিলা করতে হবে।’ 

জাতীয় শোক দিবসে ধানমন্ডি ৩২ এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ড না হলে বাংলাদেশ এতদিনে উন্নত সমৃদ্ধ দেশে পরিণত হতো। স্বাধীনতাবিরোধী, গণতন্ত্রবিরোধী শক্তি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির অভিন্ন শত্রু।

আরও পড়ুন

×