ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আমানের আত্মসমর্পণ ঘিরে আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মী-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

আমানের আত্মসমর্পণ ঘিরে আদালত প্রাঙ্গণে বিএনপি নেতাকর্মী-পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩৮ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩ | ০৯:৩৮

বিএনপি নেতা আমানউল্লাহ আমানের আত্মসমর্পণ ঘিরে কর্মীসমর্থকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার বেলা ১১টার দিকে ঢাকার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। 

দুর্নীতির মামলায় দণ্ডিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আত্মসমর্পণ করার জন্য আদালত চত্বরে আসেন। পরে তিনি ঢাকার বিশেষ জজ আদালত-১-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক আবুল কাসেম বেলা সোয়া একটার দিকে তাঁর জামিন আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে আমানউল্লাহর আত্মসমর্পণকে ঘিরে সকাল থেকে বিএনপির নেতা-কর্মীরা আদালত প্রাঙ্গণে জড়ো হতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে পুলিশের পক্ষ থেকে বিএনপির নেতাকর্মীদের আদালত প্রাঙ্গণ থেকে বের হয়ে যাওয়ার অনুরোধ করা হয়। তবে বিএনপির নেতাকর্মীরা তাতে কর্ণপাত করেননি। একপর্যায়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে ধাওয়া, পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। 

এ ব্যাপারে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ চৌধুরী বলেন, বেলা ১১টার আগে আইনজীবীরা সাদা পোশাক পরে বহু বিএনপির নেতাকর্মী আদালত প্রাঙ্গণে জড়ো হন। তাঁদের আদালত থেকে বের হয়ে যেতে বললেও তাঁরা বের হননি। উল্টো পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। একপর্যায়ে পুলিশের সঙ্গে তাঁদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

আরও পড়ুন

×