রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না: সিরাজ

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর বিএনপির সাংসদরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। ছবি: ইউএনবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০১৯ | ১৪:২৩
রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি হবে না বলে মন্তব্য করেছেন দলটির নেতা ও বগুড়া-৬ আসনের সংসদ জিএম সিরাজ।
বুধবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়-বিএসএমএমইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এদিন জিএম সিরাজসহ বিএনপি দলীয় চার সংসদ সদস্য বিএসএমএমইউতে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। অপর তিনজন হলেন- বগুড়া-৪ আসনের মোশাররফ হোসেন, ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান জাহিদ ও সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা। বিকেল সোয়া ৩টার দিকে তারা বিএসএমএমইউর কেবিন ব্লকের ৬২১ নম্বর রুমে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।
এর আগে গত মঙ্গলবার বিএনপি দলীয় তিন এমপি উকিল আবদুস সাত্তার, হারুনুর রশীদ ও আমিনুল ইসলাম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সে সময় হারুনুর রশীদ এমপি সংবাদমাধ্যমকে বলেছিলেন, খালেদা জিয়া জামিন পেলে চিকিৎসার জন্য বিদেশ যাবেন।
একজন সংসদ সদস্য নাম প্রকাশ না করার শর্তে সমকালকে বলেন, তারা এমপি নির্বাচিত হওয়ার পর খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে পারেননি। তার দোয়া নিতে পারেননি। এজন্য তারা দলীয় নেত্রীর সঙ্গে দেখা করার পরিকল্পনা নেন। তিনি বলেন, খালেদা জিয়ার জামিনের বিষয়ে কোনো সমঝোতার আলোচনা থাকলে তা শুধু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া আর কেউ জানেন না।
খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী সাক্ষাৎ শেষে জিএম সিরাজ সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া রাজনৈতিক বন্দি। তার জামিনের জন্য রাজনৈতিক সিদ্ধান্ত দরকার। রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া তার মুক্তি হবে না। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে তার কাছে সবিনয়ে অনুরোধ- খালেদা জিয়ার জামিনের জন্য পদক্ষেপ গ্রহণ করুন। আমলাতান্ত্রিক পরামর্শ না নিয়ে দয়া করে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয় দিয়ে নেত্রীকে ছেড়ে দিন, জামিনের ব্যবস্থা করে দিন।
জামিনের বিষয়টি আদালতের ব্যাপার- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এরকম বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে জিএম সিরাজ বলেন, রাজনৈতিক সিদ্ধান্ত ছাড়া খালেদা জিয়ার মুক্তি হবে না।
খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন কি-না প্রশ্ন করা হলে বগুড়া-৬ আসনের এই সাংসদ বলেন, চিকিৎসার ব্যাপারে ম্যাডামের বক্তব্য হলো তিনি তো দেশেই বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পাচ্ছেন না। বিদেশে চিকিৎসার প্রয়োজন হলে যাবেন।
বিদেশে যাওয়ার আগ্রহের কথা খালেদা জিয়া আপনাদের বলেছেন কি-না প্রশ্ন করা হলে তিনি বলেন, বিদেশে যাওয়ার বিষয়ে কোনো কথা হয়নি। আপনারা সমঝোতার কোনো বার্তা নিয়ে গিয়েছিলেন কি-না প্রশ্ন করা হলে জিএম সিরাজ বলেন, তারা কোনো সমঝোতার বার্তার কথা জানেন না। '
যেখানে পরিবারের সদস্যরাই দেখা করতে চাইলে বিলম্ব হচ্ছে- সেখানে আপনারা সাক্ষাৎ পাচ্ছেন। সরকারই আপনাদের পাঠাল কি-না প্রশ্ন করা হলে সংরক্ষিত নারী এমপি ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, একদমই না।
প্যারোলে মুক্তির বিষয়ে প্রশ্ন করা হলে ব্যারিস্টার রুমিন বলেন, তিনি সরাসরি প্যারোলের বিষয়ে ম্যাডামকে বলেছিলেন। ম্যাডাম তাকে বলেছেন, জামিন তার হক। দেশের আইন অনুযায়ী তিনি এখনই জামিন লাভের যোগ্য। কোনো রকমের অপরাধ তিনি করেননি। সুতরাং এখানে প্যারোলের প্রশ্ন কেন আসবে?
পৃথকভাবে দুই দিনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করার বিষয়ে জিএম সিরাজ বলেন, একসঙ্গে ৪ জনের বেশি দেখা করার বিধান নেই। সেজন্য দুই দফায় নেত্রীর সঙ্গে ৭ জন সাক্ষাৎ করেছেন।