ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নির্বাচন কমিশনকে সংবিধান ধুয়ে পানি খেতে হবে: মান্না

নির্বাচন কমিশনকে সংবিধান ধুয়ে পানি খেতে হবে: মান্না

মাহমুদুর রহমান মান্না। ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৪৪ | আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ১৫:৫৫

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকার পরপর দুইবার মানুষের ভোটের অধিকার ক্ষুন্ন করেছে। এবার আর সে সুযোগ নিতে পারবে না। এই সরকার মিথ্যাবাদী, আজ রিজার্ভের যে পরিস্থিতি তাতে পাঁচ মাস পরে মানুষের খাবার পাবে না। নির্বাচন কমিশন সংবিধানের দোহাই দিচ্ছে। কিন্তু এমন একদিন আসবে যেদিন ওই সংবিধান ধুয়ে ধুয়ে পানি খেতে হবে তাদের। 

বুধবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা দেশে দমন, নিপীড়ন, গ্রেপ্তার, অবৈধ সরকারের পদত্যাগ, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ ও পদযাত্রায় তিনি এসব কথা বলেন।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের রিজার্ভ কমেছে। ভিসা নীতি কার্যকর হয়েছে তাতেই রাতের ঘুম হারাম হয়ে গেছে। এখন যদি গার্মেন্টস এর উপর নিষেধাজ্ঞা আসে তবে কি পরিস্থিতি হবে? সরকার ১৫ বছর ক্ষমতায় থাকার পরেও এখন কেন পাহারা দিতে হবে? তারা কি অন্যায় করছে? এখন যে পরিস্থিতি তাতে উচিত হবে যুক্তরাষ্ট্র থেকে ফিরে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করা। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা দেওয়া। 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার নাকি সভা সমাবেশে বাধা দেয় না, কিন্তু বিভিন্ন শ্রমিক সংগঠনের শ্রমিক-কর্মচারী কনভেনশনের জন্য স্থান বরাদ্দ দেওয়ার পরও বিভিন্ন অজুহাতে বাধার সৃষ্টি করা হচ্ছে। দেশে কোনো গণতন্ত্র নেই। সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য একতরফা নির্বাচনের নীলনকশার ষড়যন্ত্র করছে। 

ভাসানী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসে ঘোষণা করছেন, জনগণকে নিয়ে তাদের স্যাংশন দেবেন। আপনার সঙ্গে কি জনগণ আছে? আপনি অবৈধভাবে জোর করে ক্ষমতায় থাকতে চাচ্ছেন। আপনি দেখতে থাকুন, অক্টোবর মধ্যে আপনাকে ক্ষমতা থেকে টেনে নামিয়ে ছাড়ব।’

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সিনিয়র সহ-সভাপতি তানিয়া রবের সভাপতিত্বে ও জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহামুদ স্বপনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম এবং গণতন্ত্র মঞ্চের নেতারা।

আরও পড়ুন

×