খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা দরকষাকষির সুযোগ নেই: গণতন্ত্র মঞ্চ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৩ | ২২:১৮ | আপডেট: ০২ অক্টোবর ২০২৩ | ২২:১৮
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে রাজনৈতিক দরকষাকষির কোনো সুযোগ নেই বলে মনে করছেন গণতন্ত্রমঞ্চের নেতারা। তারা বলেন, চিকিৎসা পাওয়ার মানবিক অধিকার খর্ব করে খালেদা জিয়ার স্বাস্থ্যগত যে কোনো পরিস্থিতি ও ঝুঁকির দায় পুরোপুরি সরকারকে বহন করতে হবে। সোমবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা কমিটির সভায় জোট নেতারা এসব কথা বলেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।
অক্টোবরের পর সরকার সুযোগ হারাতে পারে : কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, আশা করি সরকার নতুনভাবে তিক্ততা সৃষ্টি না করে খালেদা জিয়াকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর অনুমতি দেবে। অক্টোবরের পর সরকার হয়তো এই সুযোগ হারাতে পারে। দেশের অবস্থা মোটেই ভালো নয়।
গতকাল রাজধানীর পান্থপথে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এলডিপি আয়োজিত সমাবেশে তিনি বলেন, সরকারের একগুঁয়ে মনোভাব দেশের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে।
- বিষয় :
- বিএনপি
- খালেদা জিয়া
- বিদেশে চিকিৎসা
- গণতন্ত্রমঞ্চ