ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী বিএনপির রোডমার্চ বৃহস্পতিবার

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী বিএনপির রোডমার্চ বৃহস্পতিবার

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৩ | ১২:৩৮ | আপডেট: ০৪ অক্টোবর ২০২৩ | ১২:৩৮

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী বিএনপির রোড মার্চ কাল। কুমিল্লা থেকে সকালে শুরু হওয়া এই রোডমার্চ ফেনী হয়ে চট্টগ্রামে ঢুকবে। চট্টগ্রামের মিরসরাই হয়ে নগরীর সিটি গেইট, কর্নেল হাট, একে খান মোড়, জাকির হোসেন রোড হয়ে জিইসি মোড় এবং সেখান থেকে ওয়াসা মোড়, আলমাস সিনেমার সামনে দিয়ে এটি বিকেল ৩টায় কাজীর দেউরী মোড় সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর কথা। এরপর দলীয় কার্যালয় সংলগ্ন নেভাল মোড়ে সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ করা হবে। কর্মসূচিতে নেতৃত্ব দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত থাকবেন কেন্দ্রীয়-স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতারা।

রোডমার্চ সফল করতে বেশ কয়েকদিন ধরে টানা প্রস্তুতি নিয়েছে বিএনপি। কর্মসূচিতে ব্যাপক জনসমাগম করে তাক লাগিয়ে দিয়ে চট্টগ্রাম, কুমিল্লা ও ফেনীসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ ও প্রচারণামূলক লিফলেট বিলি করা হয় বিএনপির পক্ষ থেকে। বিশেষ করে, চট্টগ্রামের সমাবেশকে জনসমুদ্রে পরিণত করতে বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে প্রস্তুতিমূলক কার্যক্রম চালিয়েছেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। 

সর্বশেষ বুধবারও নগরীর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণসহ প্রস্তুতিমূলক সভা করেছে বিএনপি। বুধবার দিনভর নেতাকর্মীদের আনাগোনায় মুখরিত ছিল নাসিমন নগর বিএনপি কার্যালয়। নগর বিএনপির পাশাপাশি চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলার পক্ষ থেকেও লোকসমাগমে প্রস্তুতি নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন সমকালকে বলেন, ‘রোডমার্চ কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির শুধু জনপ্রিয়তাই নয়, শক্তিমত্তাও সরকার অনুমান করতে পারবে। কর্মসূচি হবে একেবারে শান্তিপূর্ণ। তবে কোথাও কোনো বাঁধা দেওয়া হলে সহ্য করা হবে না। পরিণাম হবে ভয়াবহ।’

সমকালের মিরসরাই প্রতিনিধি জানিয়েছেন, রোড মার্চ কর্মসূচির অংশ হিসেবে মিরসরাইয়ে একটি পথসভা করবে বিএনপি। বুধবার পথসভার মঞ্চ তৈরির কাজ পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবরসহ সিনিয়র নেতারা।

মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক শাহেদুল ইসলাম জানিয়েছেন, মিরসরাই পৌরসদরের দক্ষিণ পাশে পথসভা অনুষ্ঠিত হবে। দুপুর ১টার দিকে মিরসরাই এসে পৌঁছাতে পারেন নেতাকর্মীরা। এরপর সেখানে পথসভা করা হবে। এতে ২০ হাজার নেতাকর্মী উপস্থিত থাকবেন।

মিরসরাই-জোরারগজ্ঞ থানার সহকারী পুলিশ সুপার মনিরুল ইসলাম জানিয়েছেন, বিএনপির রোডমার্চ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনে চট্টগ্রামের প্রবেশ পথ ধুমঘাট ব্রিজ থেকে বড়দারোগার হাট পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় পুলিশের নিরাপত্তার ব্যবস্থা থাকবে। এ জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। 

আরও পড়ুন

×