ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কাওলার জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

কাওলার জনসভায় যোগ দিয়েছেন শেখ হাসিনা

রাজধানীর কাওলা মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা- ভিডিও থেকে নেওয়া ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৩ | ১১:১৩ | আপডেট: ১৪ অক্টোবর ২০২৩ | ১১:৩৪

রাজধানীর কাওলা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকেল ৪টার দিকে তিনি জনাসভাস্থলে আসেন।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের উদ্বোধনের দিন এ সমাবেশ করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার কারণে সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়। আজ দুপুর থেকেই নেতাকর্মীরা কাওলা মাঠে আসতে শুরু করেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন শাখা ও ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভাস্থলে জড়ো হয়েছেন। জনসভা কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ দেখা দিয়েছে।

সমাবেশকে ঘিরে রাজধানীর বিমানবন্দর ও কাওলা এলাকায় অবস্থান নিয়েছে পুলিশ-র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনী। এ ছাড়া সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যও মোতায়েন রয়েছে।

সমাবেশস্থলে প্রবেশের প্রতিটি পথেই পুলিশ সদস্যরা টহলে রয়েছেন। মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা। নেতাকর্মীসহ সমাবেশের বিভিন্ন তথ্য সংগ্রহে কাজ করছে গোয়েন্দা সদস্যরা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মোর্শেদ আলম বলেন, সমাবেশকে ঘিরে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিমানবন্দর গোলচত্বর থেকে সমাবেশস্থল পর্যন্ত তিন-চারস্তরে নিরাপত্তা ব্যবস্থা সাজানো হয়েছে।

আরও পড়ুন

×