ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

পদ্মা-মেঘনার ঢেউয়ে, গাছের পাতায় খালেদা জিয়ার মুক্তির দাবি ধ্বনিত হচ্ছে: রিজভী

পদ্মা-মেঘনার ঢেউয়ে, গাছের পাতায় খালেদা জিয়ার মুক্তির দাবি ধ্বনিত হচ্ছে: রিজভী

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৩ | ১৪:০৭ | আপডেট: ১৫ অক্টোবর ২০২৩ | ১৪:০৭

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘আজ এত অনিয়ম, দমন নিপীড়নের মধ্যে চিকিৎসক সমাজ, প্রকৌশলী সমাজ, কৃষিবিদ, ছাত্র, জনতা, বাড়িতে, গ্রামের কুঠিরে কুঠিরে, পদ্মা-মেঘনার ঢেউয়ে, গাছের পাতায় আজ খালেদা জিয়ার মুক্তির দাবি ধ্বনিত হচ্ছে। এই মুক্তির ধ্বনি আপনি শেখ হাসিনা আটকাতে পারবেন না।’

রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দিতে এই মানববন্ধনের আয়োজন করে চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম এবং সিনিয়র যুগ্ম মহাসচিব ডা. মো. মেহেদী হাসানের যৌথ পরিচালনায় আরও অংশগ্রহণ করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব কাদের গণি চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান, ড্যাবের কেন্দ্রীয় নেতা ডা. একেএম আজিজুল হক, ডা. সিরাজ উদ্দিন আহমেদ, ডা. এমএ সেলিম, ডা. রফিকুল কবির লাবু, ডা. মোসাদ্দেক হোসেন বিশ্বাস ডাম্বেল, ডা. সিরাজুল ইসলাম, ডা. শহীদুল আলম, ডা. এবাদুল করিম খান, ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. এএইচএস পারভেজ, ডা. আবদুল কুদ্দুস, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, ডা. খালেকুজ্জামান দীপু, ডা. জসীম উদ্দিন, ডা. পারভেজ রেজা কাকন, ডা. শাহ মুহাম্মদ আমানউল্লাহ, ডা. সরকার মাহবুব আহমেদ শামীম, ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. আবুল কেনান, ডা. আদনান হাসান মাসুদ, ডা. শহীদুল হাসান বাবুল, ডা. সায়ীদ মেহবুব উল কাদির, ডা. জাহেদুল কবির জাহিদ, ডা. মনোয়ারুল কাদির বিটু, ডা. খলিলুল্লাহ, ডা. জিয়াউল কবির জিয়া, ডা. মো. আরিফ হায়দার, ডা. আসাদুল্লাহ আহমেদ, ডা. একেএম মাসুদ আক্তার জীতু, ডা. নিলোফা ইয়াসমিন, ডা. মাসুম হাসান, মো. আকরাম আলী, বিপ্লবুজ্জামান বিপ্লব প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, ‘ডাক্তার বলেছেন, খালেদা জিয়ার চিকিৎসা এখন অত্যন্ত কঠিন। করোনার সময় তো অনেক মানুষ মারা গেছেন, কই তার তো কোনো চিকিৎসা করেননি। ডেঙ্গুতেও একই অবস্থা, এই রোগ উপসম করার জন্য যে ওষুধ দরকার সেটাও আপনি পারেননি। আর লিভার সিরোসিস এর মতো জটিল বিষয়গুলো, ডাক্তারা বলেছেন, অথচ আপনি কানে নিচ্ছে না।’

খালেদা জিয়ার ১৭ সালের সুস্বাস্থ তুলে ধরে তিনি বলেন, ‘সুস্থ মানুষ ছিলেন। তিনি লন্ডনে গেলেন, ওখান থেকে তিনি সুস্থ মানুষ ফিরলেন। আর জেলে নেওয়ার পর সেই মানুষটা কেন হুইল চেয়ারে করে বের হলেন, এইটা প্রশ্ন, এইটা তো চিকিৎসকদেরও প্রশ্ন। তিনি বন্দি, তাকে সম্পূর্ণ মুক্তি দেওয়া হয়নি। তাকে শর্ত সাপেক্ষে মুক্তি দেওয়া হয়েছে। এখন তাকে ১৫ দিন, ২০ দিন পর পর হাসপাতালে নেওয়া হচ্ছে, খুব গুরুতর পরিস্থিতি।’

এই সরকারের অধীনে কীভাবে নির্বাচন হবে প্রশ্ন রেখে রিজভী বলেন, ‘২০১৮ সালের মতো নির্বাচনের আগেই গ্রেপ্তার করছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দিয়ে মিথ্যা, মামলা দিয়ে যাচ্ছে। এদের অধীনে নির্বাচন হলে ভোটের আগেই বিএনপির ৩০০ আসনের প্রার্থীদের মামলা দিয়ে গ্রেপ্তার করবে। আর মাঠ শূন্য করে একতরফা নির্বাচন করবে।’

তিনি বলেন, ‘আজ এত অনিয়ম, দমন নিপীড়নের মধ্যে চিকিৎসক সমাজ, প্রকৌশলী সমাজ, কৃষিবিদ, ছাত্র, জনতা, বাড়িতে, গ্রামের কুঠিরে কুঠিরে, পদ্মা মেঘনার ঢেউয়ে, গাছের পাতায় পাতায় মর্মরে আজ বেগম খালেদা জিয়ার মুক্তি ধ্বনিত হচ্ছে। এই মুক্তির ধ্বনি শেখ হাসিনা আটকাতে পারবেন না।’

ড্যাবের সভাপতি ডা হারুন আল রশীদ বলেন, ‘বাংলাদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী, তাকে আটক করে রেখেছে সরকার। তার চিকিৎসা করতে দিচ্ছে না। অত্যন্ত সত্য, খালেদা জিয়া অনেক অসুস্থ, তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জানিয়েছেন, তার আর এ দেশে চিকিৎসা নেই। সর্বোচ্চ চেষ্টা করছি। এখন তার সুচিকিৎসা করতে হলে বিদেশে নিতে হবে। খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যাবস্থা না করে যদি তার কোনো কিছু হয়, এই সড়যন্ত্রের সঙ্গে যারা জড়িত তারা কেউ রেহাই পাবেন না। তাদের বিচার হবে।’

ড্যাবের মহাসচিব মো. আব্দুস সালাম বলেন, ‘আমরা সারাদেশের মেডিকেল কলেজের হাসপাতালের সামনে মানববন্ধন করেছি। আমরা এই সরকারের কাছে বেগম খালেদা জিয়ার মুক্তি চাইবো না। তাকে মুক্ত করেই দেশের বাইরে চিকিৎসা করে সুস্থ করে আনব।’

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা রফিকুল ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়ে তার চিকিৎসকরা সংবাদ সম্মেলন করে বলেছেন। তারা বলেছেন, অতিসম্ভব তাকে দেশের বাহিরে নিয়ে চিকিৎসা নিতে হবে, এ দেশে তার কোনো চিকিৎসা নেই।’

সরকারের অনেক পর্যায়ে থেকে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করে তিনি বলেন, ‘এর প্রতিটি জবাব এ দেশের জনগণ দেবে, ইন-শা-আল্লাহ।’ অন্য বক্তারা বলেন, খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তাকে পরিকল্পিতভাবে বর্তমান সরকার তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুন

×