নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা হচ্ছে: ওবায়দুল কাদের

ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৩ | ১২:২১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ | ১২:২৮
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমাদের নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা হচ্ছে। শিগগিরি প্রকাশ করব। আমরা কারও সঙ্গে সংঘাতে যেতে চাই না। গায়ে পড়ে কারও সঙ্গে সংঘাত কেন করব? আমরা শান্তিপূর্ণ নির্বাচন চাই। এ জন্যই শান্তি সমাবেশ করছি। গতকাল (শনিবার) আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো হামলা করা হয়নি। তবে কেউ আমাদের ওপরে হামলা করলে যা করার তাই করব, ব্যবস্থা নেব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও এখন (বিএনপি)) তাদের হাতে নিরাপদ নয়।’
আজ রোববার বিকেল পাঁচটায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন। এ সময় রাজধানীর আঁগারগাও থেকে মতিঝিল অংশের মেট্রোরেল উদ্বোধন করা হবে বলে জানানো হয়। সোমবার দুপুর ২টা ৩০ মিনিটে মেট্রোরেল উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিভাগীয় সমাবেশে ভাষণ দেবেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ‘আমরা আমাদের অবস্থান তুলে ধরেছি। আমরা বারবার যে কথা বলেছি, আজও একই কথা বলছি। আমরা শান্তিপূর্ণভাবে সতর্ক অবস্থানে থাকব। আমরা নির্বাচনের প্রস্তুতিমূলক কর্মকাণ্ড নিয়ে ব্যস্ত।’
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা এখনও বলব, যদি দেশের মানুষের মঙ্গল চান তবে শান্তির পথে আসুন। ক্ষমতার পরিবর্তনে নির্বাচনের বিকল্প নেই। তাই নির্বাচনের আসার আহ্বান জানাই। নির্বাচন হবে সময়মতো, নির্বাচনে জনগণ যদি না চায় তবে সরে যাব। প্রধানমন্ত্রী নিজেও বলেন। তবে এই দেশে কেউ সহিংসতা, অপকর্ম করতে চাইলে তা হতে দেব না।’
যুক্তরাষ্ট্র প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা আমাদের যতটা শক্তিসামর্থ্য আছে, সত্যকে সত্য জানানোর যে আদর্শ সেটা আমরা পূরণ করতে যথাসাধ্য চেষ্টা করব। তাদের (বিএনপির) শুভবুদ্ধির উদয় হবে। তবে হবে কিনা জানি না।’