ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

ভোট বর্জনের দাবিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ 

ভোট বর্জনের দাবিতে স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ 

স্বেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৪ | ০৯:৫৯ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২৪ | ১০:৫৯

৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে বুধবার সকালে লিফলেট বিতরণ ও মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার থেকে কাটাবন মোড় পর্যন্ত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। 

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান বিপ্লব, রাসেল মাহমুদ, ফরহাদ উদ্দিন, ড. মফিদুল আলম, সরদার নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, কাজী মোক্তার হোসেন, জসিম উদ্দিন, জেড আই কামাল, আমিনুল ইসলাম মোহসীন, সহ সাধারণ সম্পাদক মো. মামুন, মোকসেদুর রহমান আবির, জসিম উদ্দিন সরকার, মাসুম ভুঁইয়া, মোর্শেদ আলম, আসাদুজ্জামান, সহ-সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহাবুদ্দিন সাবু, তৌহিদুল ইসলাম টিটু, শফি মাহমুদ জুয়েল, লুৎফর রহমান, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সহ-সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, সহ-কৃষি বিষয়ক সম্পাদক ইমদাদুল হক মজুমদার, সহ-আপ্যায়ন সম্পাদক সাইদুজ্জামান পাশা, সহ-বাণিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার নুর আমিন লালন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক সালাউদ্দিন কাদের, কেন্দ্রীয় সদস্য মোবারক মিতুল, আমান উল্লাহ, তুহিন সরকার, আব্দুল আলিম মিঠু এবং স্বেচ্ছাসেবক দলের নেতা লিটন মোল্লা, ইমরুল কায়েস, সাইদুর রহমান সাইফ, ফয়জুল্লাহ মহাজন, কামরুল, নূরে আলম হবি, মাসুদ পারভেজ প্রমুখ।

আরও পড়ুন

×