আ.লীগের মনোনয়ন বোর্ডের সভা চলছে

দলীয় পতাকা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৩:৪২ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ১৫:০০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলের মনোনীত প্রার্থী ঠিক করতে বৈঠকে বসেছে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড।
আজ বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে মনোনয়ন বোর্ডের এই সভা হচ্ছে। সভায় সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ ও মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, বেলা সাড়ে ১২টার দিকে বৈঠক শুরু হয়েছে।
সংরক্ষিত মহিলা আসনে মোট ১৫৪৯টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। এতে দলের আয় হয়েছে ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। জাতীয় সংসদে আসনপ্রাপ্তির হারে এবার ৪৮টি সংরক্ষিত নারী আসন পাবে আওয়ামী লীগ।
- বিষয় :
- সংরক্ষিত নারী আসন
- আওয়ামী লীগ