ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

বিএনপি নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল

বিএনপি নেতাদের মুক্তির দাবিতে নয়াপল্টনে মিছিল

ছবি: সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪ | ১৬:৩৫ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৪ | ১৬:৪৬

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল ও সহ-সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন দলটির নেতাকর্মীরা। 

আজ মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল নাইটিঙ্গেল মোড় ঘুরে বিজয় নগর গিয়ে শেষ হয় এই মিছিল। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিলে বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

আরও পড়ুন

×