ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

মহান মে দিবসের আলোচনা সভা

সব জিনিসের দাম বাড়লেও কমেছে শ্রমিকের দাম: সাইফুল হক

সব জিনিসের দাম বাড়লেও কমেছে শ্রমিকের দাম: সাইফুল হক

ছবি- সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ মে ২০২৪ | ১৮:২৮

মহান মে দিবস উপলক্ষে বিপ্লবী শ্রমিক সংহতি আয়োজিত আলোচনা সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দেশে সব জিনিসের দাম বাড়লেও শ্রমিকের দাম কমেছে, তাদের শ্রমশক্তির দাম কমেছে।

বুধবার রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সাইফুল হক বলেন, ভোটের ব্যবস্থা না থাকায় রাজনৈতিক দলের কাছে শ্রমিকদের গুরুত্ব কমেছে। ভোটের ব্যবস্থা নষ্ট হওয়ায়  শ্রমিকেরা আরও ক্ষমতাহীন, আরও মর্যাদাহীন, আরও গরীব হয়েছে।

তিনি বলেন, অধিকাংশ রাজনৈতিক দল শ্রমিকদের ব্যবহার করে। কিন্তু তাদের অধিকারের পক্ষে অবস্থান নেয় না। সরকার ও মালিক শ্রমিকদের কেবল উৎপাদন বাড়াতে বলে। কিন্তু তাদের মানবিক দাবিসমূহ নিশ্চিত করে না।

তিনি আরও বলেন, এই দাবদাহে সবচেয়ে কষ্টে আছে শ্রমিকেরা। অস্বাভাবিক গরমে শ্রমিকদের কাজ ও আয় দুটোই কমে গেছে। অসংখ্য শ্রমিক পরিবারের জীবনে দুর্যোগ নেমে এসেছে।

এ সময় তিনি এই দুর্যোগ মোকাবিলায় প্রত্যেক শ্রমিক পরিবারকে আগামী ৩ মাস নগদ ৫ হাজার টাকা করে প্রদান করতে সরকারের প্রতি আহ্বান জানান।

সাইফুল হক বলেন, জীবনযাত্রার অস্বাভাবিক ব্যয় বৃদ্ধির কারণে দেশের শ্রমজীবী, মেহনতি মানুষকে আজকে চরম দুঃসহ জীবনযাপন করতে হচ্ছে। শ্রমিকদের প্রকৃত আয় কমে গেছে। শ্রমিক পরিবারসমূহের খাদ্যগ্রহণ কমে গেছে। ট্রেড ইউনিয়নসহ তাদের গণতান্ত্রিক ও মানবিক অধিকার নিশ্চিত নয়। বিদ্যমান শ্রম আইনও শ্রমিকদের অনুকূলে নয়। শ্রমিকদের বাঁচার ন্যায্য আন্দোলনকে মালিকেরা ষড়যন্ত্র হিসেবে প্রচার করে। 

তিনি এ পরিস্থিতি থেকে বেরিয়ে এসে নিজেদের অধিকার ও মুক্তি অর্জনে শ্রমজীবী, মেহনতিদের বৃহত্তর ঐক্য ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। এর পাশাপাশি তিনি অনতিবিলম্বে শ্রমিকদের বাঁচার মত মজুরি, রেশনিং ব্যবস্থা ও ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান।

বিপ্লবী শ্রমিক সংহতির সভাপতি মীর মোফাজ্জল হোসেন মোশতাকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি নারী নেত্রী বহ্নিশিখা জামালী, বিপ্লবী পাদুকা শ্রমিক সংহতির সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি কবি জামাল সিকদার, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতি সালাউদ্দিন আহমেদ, বিপ্লবী শ্রমিক সংহতির নেতা নুরুল ইসলাম, হাফিজুর রহমান রুবেল, নান্টু দাস প্রমুখ। 

আলোচনা সভা শেষে বিপ্লবী শ্রমিক সংহতি মে দিবসের বর্ণাঢ্য র‍্যালি বের করে। এটি সেগুনবাগিচা, বিজয়নগর ও তোপখানা রোড প্রদক্ষিণ করে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

আরও পড়ুন

×