৩ দাবিতে নয়াপল্টনে যুবদলের সমাবেশ শুরু
জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

ছবি- সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১১ মে ২০২৪ | ১৫:৩৫
রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুর মুক্তির দাবিতে এ সমাবেশের আয়োজন করেছে সংগঠনটি।
শনিবার দুপুর সোয়া ৩টায় পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে এ সমাবেশ শুরু হয়।
এদিকে দীর্ঘদিন পর আয়োজিত সমাবেশকে ঘিরে যুবদলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন।
এর মধ্যে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক গোলাম মাওলা শাহীন ছাড়াও ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, নারায়ণগঞ্জ জেলা যুবদল বড় শোডাউন করে।