ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

শহীদ মিনারে হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা

শহীদ মিনারে হায়দার আকবর খান রনোর প্রতি শ্রদ্ধা

হায়দার আকবর খান রনোকে গার্ড অব অনার প্রদান (ছবি- সাজ্জাদ নয়ন)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ মে ২০২৪ | ১৩:৩২ | আপডেট: ১৩ মে ২০২৪ | ১৫:২৫

ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধায় সিক্ত হয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উপদেষ্টা, মুক্তিযুদ্ধের সংগঠক ও লেখক হায়দার আকবর খান রনো। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মরদেহ শহীদ মিনারে আনার পর তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়। 

মরদেহে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাহাজাহান খান, যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ), গণসংস্কৃতি ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র (টিইউসি), গণজাগরণ মঞ্চ, গণসংহতি আন্দোলন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ প্রভৃতি রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।  

দুপুর দেড়টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে হায়দার আকবর খান রনোর জানাজা অনুষ্ঠিত হবে। বনানী কবরস্থানে বাবা ও মায়ের পাশে তাঁকে দাফন করা হবে।

এর আগে সকাল ১০টার দিকে হায়দার আকবর খান রনোর মরদেহ রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনে নেওয়া হয়। সেখানে দলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

হায়দার আকবর খান রনো বেশ কয়েক বছর ধরে ফুসফুসের রোগে ভুগছিলেন। ৬ মে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ১০ মে ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এ নেতা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক ছিলেন। ১৯৪২ সালের ৩১ আগস্ট অবিভক্ত ভারতের কলকাতায় জন্মগ্রহণ করেন। তাঁর পৈতৃক বাড়ি নড়াইলের বরাশুলা গ্রামে।

আরও পড়ুন

×