ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

মুক্তি সংগ্রামের অগ্রগামী সৈনিক ছিলেন হুমায়ুন কবীর: রব

মুক্তি সংগ্রামের অগ্রগামী সৈনিক ছিলেন হুমায়ুন কবীর: রব

হুমায়ুন কবীর হিরু। ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৪ | ১৪:৩৪ | আপডেট: ১৭ মে ২০২৪ | ১৫:৩৪

দক্ষিণবাংলা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর হিরুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন।

এক বিবৃতিতে তারা বলেন, সমাজ পরিবর্তনের লড়াইয়ে আপোসহীন সংগ্রামী ছিলেন হুমায়ুন কবীর হিরু। দেশমাতৃকার স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী শোষণমুক্ত সমাজ‌‌‌ বিনির্মাণে সমগ্র জীবন উৎসর্গ করেছেন তিনি। জেল, জুলুম, নির্যাতন সহ্য করেও জীবনের শেষ দিন পর্যন্ত গণমানুষের মুক্তিসংগ্রাম অব্যাহত রেখেছেন। জীবনের প্রতিটি মুহূর্ত নিজেকে রাজনীতি এবং রাজনীতি চর্চায় নিবেদিত রেখেছিলেন। তিনি সিরাজুল আলম খানের রাজনৈতিক দর্শন তথা অংশীদারিত্বের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে একনিষ্ঠ ও অগ্রগামী সৈনিক ছিলেন। হুমায়ুন কবীর হিরুর মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান, নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও অকৃত্রিম বন্ধুকে হারালো, যে ক্ষতি দ্রুত পূরণ হবার নয়। 

বিবৃতিতে নেতারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।
 

আরও পড়ুন

×