খালেদা জিয়ার হৃদযন্ত্রে বসানো হলো পেসমেকার
শারীরিক অবস্থা এখনও আশঙ্কাজনক

খালেদা জিয়া। ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৪ | ২১:০৮ | আপডেট: ২৪ জুন ২০২৪ | ০০:০০
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়েছে। রোববার বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে তাঁর হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মেডিকেল বোর্ডের এক চিকিৎসক জানান, খালেদা জিয়ার হৃদযন্ত্রে আগে থেকেই সমস্যা ছিল। হার্টে ব্লক ছিল, একটি স্টেন্ট লাগানো রয়েছে। এর মধ্যে গত শুক্রবার গভীর রাতে তিনি হৃদরোগে আক্রান্ত হন। তাঁর হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে যায়। রক্ত সঠিকভাবে সঞ্চালন করতে পারেনি। এ জন্য তাঁকে গভীর রাতে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ ছাড়া খালেদা জিয়ার অন্য সমস্যাগুলোও প্রকট আকার ধারণ করে। সবকিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে পেসমেকার বসানো হয়েছে। পেসমেকার হৃদযন্ত্রকে ছন্দে চলতে সাহায্য করে। হৃদস্পন্দন ঠিক আছে কিনা, সেটাও এই যন্ত্রে বোঝা যায়।
ওই চিকিৎসক জানান, এবারই প্রথম খালেদা জিয়া একটু নার্ভাস ছিলেন। শারীরিকভাবেও বেশ দুর্বল তিনি। তবে সফলভাবে তাঁর পেসমেকার বসানো হয়েছে। তাঁর অবস্থা এখনও আশঙ্কাজনক বলে জানান ওই চিকিৎসক।
হঠাৎ শ্বাসকষ্ট বেড়ে গেলে শুক্রবার ভোরে বিএনপি চেয়ারপারসনকে অ্যাম্বুলেন্সে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়। হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে চিকিৎসাধীন আছেন তিনি। মেডিকেল বোর্ডের সদস্যরা কয়েক দফা বৈঠকে বসে তাঁর হৃদযন্ত্রে পেসমেকার লাগানোর সিদ্ধান্ত দেন। লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার কয়েকজন বিশেষজ্ঞ চিকিৎসক ভার্চুয়ালি মেডিকেল বোর্ডের সভায় যুক্ত ছিলেন।
৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, ফুসফুস, লিভার ও কিডনির সমস্যা এবং ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত চার বছরে অনেকবার তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
- বিষয় :
- খালেদা জিয়া
- চিকিৎসা
- বিএনপি
- অস্ত্রোপচার