বৈঠকে গণফোরাম নেতারা
শিক্ষার্থীদের ওপর গুলি অমানবিক

গণফোরামের লোগো
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ জুলাই ২০২৪ | ০১:৪১
গণফোরাম নেতারা বলেছেন, শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি ও হত্যা কোনো সরকার করতে পারে না। তাদের ওপর যেভাবে গুলি চালানো হয়েছে, তা অমানবিক ও অবর্ণনীয়।
রোববার গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে তাঁর নিজ কার্যালয়ে জরুরি বৈঠকে নেতারা এসব কথা বলেন। তাঁরা শিক্ষার্থীদের ওপর সরাসরি গুলিবর্ষণ ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে দেশ ও জনগণের মুক্তির লক্ষ্যে সব মুক্তিকামী রাজনৈতিক দল বৈঠকে বসে সংকট নিরসনে জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
গণফোরাম নেতারা বলেন, এলাকায় এলাকায় মধ্যরাতে ‘ব্লক রেড’ দিয়ে গণগ্রেপ্তার বন্ধ করতে হবে। মিথ্যা মামলায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ গ্রেপ্তার সবার মুক্তি দিতে হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক জ্যেষ্ঠ আইনজীবী বীর মুক্তিযোদ্ধা সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট একেএম জগলুল হায়দার আফ্রিক, অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী।
- বিষয় :
- গণফোরাম
- কোটা সংস্কার আন্দোলন