ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

প্রতিরোধের ডাক দিলেন নানক

প্রতিরোধের ডাক দিলেন নানক

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক (ফাইল ফটো)

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪ | ২২:১০

আওয়ামী লীগ ধৈর্য্যের শেষ সীমায় পৌঁছে গেছে বলে মন্তব্য করেছেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ধৈর্য্য ও সহনশীলতাকে দুর্বলতা ভাববেন না। সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে পাড়া-মহল্লা ও রাজপথে কঠিন প্রতিরোধ গড়ে তোলা হবে। এই জঙ্গি গোষ্ঠীকে প্রতিরোধ করার জন্য আমরা দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। রোববার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। 

শিক্ষার্থীদের একদফা আন্দোলনের অংশ হিসেবে অসহযোগ চলাকালে রোববার সারাদেশে ব্যাপক সহিংসতা ও প্রাণহানির ঘটনার মধ্যে বিকেলে আওয়ামী লীগ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সরকার পতনের এক দফার আন্দোলন ছাত্র সমাজের নয় মন্তব্য করে নানক বলেন, সরকার পতনের এক দফা দাবি ক্ষমতালিপ্সু বিএনপি-জামায়াত ও ষড়যন্ত্রকারীদের। আওয়ামী লীগ এরই মধ্যে কঠিন প্রতিরোধের সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে উদ্ভূত পরিস্থিতি এবং সব হত্যা ও সহিংসতার দায় আন্দোলনকারী নেতৃত্বকেই নিতে হবে। 

আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, আন্দোলনের নামে দেশের স্থিতিশীলতা বিনষ্ট করবেন না, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করবেন না। আমরা সংঘাত চাই না, শান্তি চাই। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

পাটমন্ত্রী বলেন, রোববার যারা সহিংসতা করেছে, তারা শিক্ষার্থী নয়। তারা বিএনপি-জামায়াত, ছাত্রদল, ছাত্রশিবির ও জঙ্গি গোষ্ঠীর ক্যাডার বাহিনী। সকালে এই সন্ত্রাসী গোষ্ঠী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কেও রেহাই দেয়নি। সেখানেও তারা আগুন ধরিয়ে দিয়েছে। ঢাকার সিএমএম আদালতে হামলা ও ভাঙচুর চালিয়েছে।

তিনি বলেন, আমরা অভিভাবকদের আহ্বান জানাই, এই সন্ত্রাসীদের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। সন্তানদের ঘরে রাখুন। যারা রাস্তায় আছে, তাদের ঘরে ফিরিয়ে নিতে অনুরোধ করছি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ড. আবদুর রাজ্জাক, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আবদুর রহমান, মাহবুব-উল আলম হানিফ ও আফম বাহাউদ্দিন নাছিম।
 

আরও পড়ুন

×