ডা. শফিকের সঙ্গে বৈঠক
জামায়াতকে সুশৃঙ্খল দল বললেন চীনের রাষ্ট্রদূত

জামায়াতের আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে চীনের রাষ্ট্রদূত। ছবি-সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪ | ২০:৪৭
জামায়াতে ইসলামীকে সুশৃঙ্খল রাজনৈতিক দল বলে আখ্যা দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার তিনি রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেছেন।
২০১০ সালের মার্চে একাত্তরের মানবতা বিরোধী অপরাধের বিচার শুরুর পর কোনো কূটনীতিক জামায়াত কার্যালয়ে যাননি। পরের বছরের সেপ্টেম্বরে জামায়াত কার্যালয়ে তালা দেয় পুলিশ। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর কার্যালয় খোলার সুযোগ পায় জামায়াত।
জামায়াত আমিরের সঙ্গে সাক্ষাতের পর চীনা রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশ একটি সুন্দর দেশ। জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল দল। চীনের জনগণ বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায়। ভবিষ্যতে বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির জন্য কাজ করে যাবে চীন।
শেখ হাসিনার শাসনামলে ভারতের পর চীনকেই আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখা হতো। ২০১৪ থেকে জালিয়াতিপূর্ণ তিনটি নির্বাচনে আওয়ামী লীগকে জয়ী দেখানো হলেও মিত্রতায় ভাটা পড়েনি। তবে শেখ হাসিনার পতনের পর যে কয়েকটি দেশ ড. মুহাম্মদ ইউনসূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতার কথা বলেছে তার অন্যতম চীন।
জামায়াত আমির রাষ্ট্রদূতকে পাশে নিয়ে সাংবাদিকদের বলেছেন, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়ছে। শিক্ষা, সংস্কৃতি, উন্নয়ন খাতে এক সঙ্গে এগিয়ে যাওয়ার আলোচনা হয়েছে। বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের বিষয়েও আলোচনা হয়েছে। আশা করছি দুই দেশের জনগণ ও সরকার নিবিড়ভাবে কাজ করার সুযোগ পাবে।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির সঙ্গে ধর্মভিত্তিক দল জামায়াত নিবিড়ভাবে কাজ করার সুযোগ পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন শফিকুর রহমান। তিনি বলেছেন, বাংলাদেশে বিনিয়োগ এবং রোহিঙ্গাদের পুনর্বাসনে আরও সক্রিয় হতে চীনকে অনুরোধ করেছেন।
বৈঠকে উপস্থিত ছিলেন জামায়াতের নায়েবে আমির মুজিবুর রহমান ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জ্যেষ্ঠ নেতারা।
- বিষয় :
- জামায়াতে ইসলামী
- সৌজন্য সাক্ষাৎ
- চীন
- রাষ্ট্রদূত