ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

নির্বাচিত সরকারই ফ্যাসিবাদ দোসরদের দমন করতে পারবে: সালাম

নির্বাচিত সরকারই ফ্যাসিবাদ দোসরদের দমন করতে পারবে: সালাম

ছবি-সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৪ | ২২:৩১

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেছেন, শেখ হাসিনা বিদায় নিলেও তাদের দোসররা রয়ে গেছে। তারা নানান কায়দায় অন্তর্বর্তীকালীন সরকারকে বেকায়দায় ফেলতে সমস্যার সৃষ্টি করছে। এজন্য দেশের সব সমস্যার সমাধান হয় নাই। কিন্তু নির্বাচিত সরকার থাকলে এসব দোসরদের দমন করা সম্ভব ছিল। তাই যত দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা যাবে তত দ্রুত মানুষের সমস্যার সমাধানও হবে। 

শুক্রবার বিকেলে আদাবর থানা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এক দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন। ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত রাজধানীর আদাবর থানা শ্রমিক দলের সাবেক যুগ্ম সম্পাদক মরহুম মারুফ হোসেন বাচ্চুর রুহের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আব্দুস সালাম বলেন, আজকে ঢাকার শহরে ডেঙ্গু সমস্যা বাড়ছে। দেখবে কে? সিটি করপোরেশন নাই। তারপরেও বিএনপির উদ্যোগে মশা নিধনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কিন্তু তা যথেষ্ট নয়। বাজারমূল্যের ঊর্ধ্বগতি চলছে মাফিয়া সরকারের দোসরদের কারসাজীতে। মানুষ অনেক কষ্টে আছে। 

আদাবর থানা শ্রমিক দল নেতা বাদল বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট আখতারুজ্জামান, আদাবর থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মোহাম্মদ নাসির উদ্দিন, ঢাকা মহানগর উত্তর শ্রমিক দলের আহ্বায়ক কাজী শাহ আলম রাজা প্রমুখ। 

আরও পড়ুন

×