শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলছেন
অংশীদারিত্বমূলক রাষ্ট্রব্যবস্থা অপরিহার্য হয়ে পড়েছে

জেএসডি কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২৪ | ১৯:৪৩
জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, ‘উপনিবেশিক অগণতান্ত্রিক অসাংবিধানিক শাসনব্যবস্থার বিপরীতে অংশগ্রহণমূলক রাজনৈতিক ব্যবস্থায় শ্রমজীবী পেশাজীবী জনগোষ্ঠীর গণতান্ত্রিক অধিকারকে প্রসারিত করতে হবে। দলতান্ত্রিক শাসন ব্যবস্থার মডেল বাংলাদেশে অসংগতিপূর্ণ ও একপেশে হয়ে পড়েছে। এই গণতন্ত্রবিরোধী শাসন ব্যবস্থার কারণেই সাংবিধানিক ব্যবস্থা হুমকির মুখে পড়েছে। সর্বগ্রাসী দলীয় রাষ্ট্রব্যবস্থায় রাষ্ট্রই তখন দলের ভূমিকা গ্রহণ করে, দলই সরকারের মুখপাত্র হয়ে যায়। ফলে প্রবল আগ্রাসী পার্টি রাষ্ট্র ব্যবস্থা গড়ে ওঠে। গত ১৫ বছরে এর ভয়ংকর রূপ জাতি প্রত্যক্ষ করেছে।’
৭ নম্বর সিপাহী জনতার গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে কেন্দ্রীয় কার্যালয়ে জেএসডির আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে উপনিবেশিক রাষ্ট্র ব্যবস্থা বিদায়ের এই যুগসন্ধিক্ষণে অংশগ্রহণমূলক রাজনৈতিক মডেল অপরিহার্য হয়ে পড়েছে। ৭ নভেম্বরের লক্ষ্য ও উদ্দেশ্যকে ধারণ করে অংশীদারিত্বের মডেলকে হাজির করা হয়েছে। এর কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ সিরাজ মিয়া বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ তৈরি হয়েছে তাকে কাজে লাগিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করার জন্য জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।
জেএসডির সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সাবেক সদস্য নুরুল আকতার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, মোশারফ হোসেন, লোকমান হাকিম, সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল তারেক, এস এম সামছুল আলম নিক্সন, কামাল উদ্দিন মজুমদার সাজু, কামরুল আহসান অপু, সুমন খান, এস এম মনিরুজ্জামান মনির, রফিকুল ইসলাম রাজা, মফিজুর রহমান বাবুল, সৈয়দ ওমর ফারুক সেলিম, ছাত্রলীগের আকবর হোসেন প্রমুখ।
- বিষয় :
- জেএসডি