ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে মহাখালীতে অবরোধ

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৪ | ১২:৩৬ | আপডেট: ১৮ নভেম্বর ২০২৪ | ১৫:২৫

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে রাজধানীর মহাখালীতে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সোমবার সকালে কলেজের কয়েকশ শিক্ষার্থী সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। বেলা ১১টার দিকে তারা মহাখালী রেললাইন অবরোধ করেন। এ সময় কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা।

মহাখালী ওভারব্রিজের নিচে রেললাইনে অবস্থান নেন কলেজটির শতাধিক শিক্ষার্থী। এতে রেল ও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। মহাখালী এলাকায় সৃষ্টি হয় যানজট। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

জানা গেছে, নোয়াখালী থেকে আসা ঢাকাগামী একটি ট্রেনকে থামতে বলেন শিক্ষার্থীরা। তবে ট্রেনটি না থেমে ধীরগতিতে যাওয়ায় ওই ট্রেনে ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে। 

শিক্ষার্থীরা তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার ঘোষণার দাবিতে স্লোগান দিতে থাকেন।

কলেজের প্রথম বর্ষের এক শিক্ষার্থী জানান, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সড়ক থেকে সরবেন না।

আরও পড়ুন

×