বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করায় জেএসডির প্রতিবাদ

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪ | ১৮:২৫
কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।
সোমবার দলটির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিকে এ দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে তাদের বীরত্ব ও অবদানের কারণেই আমরা একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। কিন্তু স্বাধীন দেশে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে মুক্তিযোদ্ধাদের বা রাষ্ট্রের কোনো নাগরিকের সম্মানহানি কিংবা মর্যাদাহানি সত্যিই হতাশাজনক।
এতে বলা হয়, প্রত্যেক নাগরিকের অধিকার ও মর্যাদা পুনরুদ্ধারের জন্যই ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। কেউ যদি কোনো অপরাধে সম্পৃক্ত থাকেন, তাহলে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা দেশের জন্য অমঙ্গলজনক।
বিবৃতিতে আরও বলা হয়, আমাদের মনে রাখা দরকার— আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যেই একাত্তরের প্রেরণাকে ধারণ করে চব্বিশের গণ-অভ্যুত্থান সংঘঠিত হয়েছে। ফলে চব্বিশের মূল্যবোধকে ধারণ করতে হলে রাজনৈতিক প্রতিহিংসা থেকে বিরত থাকা জরুরি। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানাই।
- বিষয় :
- জেএসডি
- প্রতিবাদ
- বীর মুক্তিযোদ্ধা