ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

হিযবুত তাহরীরের মিছিলকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে: আবদুল কাদের

হিযবুত তাহরীরের মিছিলকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে: আবদুল কাদের

ছবি: সমকাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ০৮ মার্চ ২০২৫ | ০০:৩৩ | আপডেট: ০৮ মার্চ ২০২৫ | ১৬:০৮

বায়তুল মোকাররমের সামনে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিলকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আলটিমেটাম দিয়েছেন গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবদুল কাদের।

শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে ‘নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের প্রকাশ্য কর্মসূচির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা এবং তাদের কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনীর ব্যর্থতার প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশ আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এতে আবদুল কাদের এসব কথা বলেন। সমাবেশে ছাত্রনেতারা প্রশাসনের নির্লিপ্ত ভূমিকার সমালোচনা করেন।

কাদের বলেন, বাংলাদেশ ধর্মপ্রাণ মুসলমানের দেশ, ধর্মীয় সম্প্রীতির দেশ। পাঁচ আগস্ট পরবর্তী বাকস্বাধীনতা ফিরে এলো, এই সুযোগকে কাজে লাগিয়েছে উগ্র জঙ্গিগোষ্ঠী। এই নিষিদ্ধ সংগঠন কয়েকদিন আগে ঘোষণা দিয়ে কর্মসূচি করে, এখানে প্রশাসন কী করেছে?

তিনি বলেন, শিক্ষার্থী এবং ধর্মপ্রাণ মুসলমানদের বলব- ধর্মের মূল ভিত্তি, মূল শিক্ষা ভালোভাবে জানুন। উগ্রবাদের পাল্লায় পরে ধর্মের বিদ্বেষ ছড়াবেন না। দেশকে অস্থিতিশীল করতে আজকে যারা উগ্রবাদের মিছিল করেছে তাদের আগামী ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। যাদের ছত্রছায়ায় যাদের নীরব ভূমিকার কারণে সন্ত্রাসি নির্বিঘ্নে রাজপথে সংগ্রাম করে সেই মদদদাতাদের আইনের আওতায় আনতে হবে।

ছাত্রসংসদের কেন্দ্রীয় সদস্যসচিব জাহিদ আহসান বলেন, এই নিষিদ্ধ সংগঠনের মিছিলের প্রচারণা অনেক দিন আগে আগে চলছিল। মোড়ে মোড়ে পোস্টার সাঁটানো হয়েছে। দীর্ঘ সময়ে প্রচারণা চালালেও কোনো কঠোর ভূমিকা নিতে দেখিনি। গত কয়েকদিন থেকেই দেখছি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখছি। মাগুরায় সাত বছরের বাচ্চাকে ধর্ষণ হতে দেখেছি। ধীরে ধীরে আইনশৃঙ্খলার অবনতি হচ্ছে এ জন্য ইন্টেরিম, পুলিশ, গোয়েন্দা সংস্থা দায়ী।

জাহিদ বলেন, হিযবুত তাহরিরের সঙ্গে বাংলাদেশের মুসলমানদের কোনো সম্পর্ক নাই। তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তারা অরাজক পরিস্থিতি তৈরি করে আওয়ামী লীগ শেখ হাসিনাকে আবার ফিরিয়ে আনতে চায়, তাদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না।

সমাবেশে আরও কথা বলেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী, মুখপাত্র আশরেফা খাতুন, ঢাবির মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন

×