নতুন রাজনৈতিক ব্যবস্থা ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না: মনির উদ্দিন পাপ্পু

রাজধানীর একটি কনভেনশন হলে ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে ‘সংবিধানসংস্কার পরিষদের নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার’ দাবিতে আলোচনা সভায় অতিথিরা। ছবি: সমকাল
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫ | ২১:৩৬
গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদ সদস্য মনির উদ্দিন পাপ্পু বলেছেন, এই গণঅভ্যুত্থান সকল রাজনৈতিক শক্তিকে একসাথে দাঁড় করিয়েছে। বাংলাদেশের মানুষকে নতুন আশা-আকাঙ্ক্ষার জায়গায় দাঁড় করিয়েছে। সেই নতুন আকাঙ্ক্ষার প্রধান দিক হচ্ছে, শুধুমাত্র এক ফ্যাসিস্টকে বিদায় করা না বরং এদেশের অধিকাংশ শ্রমজীবী মানুষ; যারা দেশের অর্থনীতিতে বিকাশে মূল ভূমিকা পালন করে, তাদের জীবনমানের পরিবর্তন হবে এবং বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতির মানুষেরা, সকলের নাগরিক অধিকার বাস্তবায়ন করতে পারবে এমন রাজনৈতিক বন্দোবস্ত নিশ্চিত করা। এজন্য গণঅভ্যুত্থানের জনআকাঙ্খার নতুন রাজনৈতিক ব্যবস্থা ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীতে লালবাগ কেল্লার বিপরীতে ওয়াটার গার্ডেন কনভেনশন হলে ঢাকা মহানগর দক্ষিণ কমিটির উদ্যোগে ‘সংবিধানসংস্কার পরিষদের নির্বাচন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার’ দাবিতে আলোচনা সভা হয়।
এতে আরও উপস্থিত ছিলেন সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূঁইয়া, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আলিফ দেওয়ান, সদস্য সচিব মো. সেলিমুজ্জামান, সম্মিলিত পেশাজীবী সংহতির অ্যাডভোকেট রিয়াজুল ইসলাম, বংশাল থানা সদস্য সচিব আহম্মেদ উল্লাহ (সুমিত), বংশাল থানা আহ্বায়ক জয় ভৌমিক, চকবাজার থানার সদস্য সচিব মো. হাসান, হাজারীবাগ থানার আহ্বায়ক মো. আকতার হোসেন, কোতোয়ালি থানার সদস্য সচিব মো. ফারিক, যাত্রাবাড়ী থানা আহ্বায়ক মোহাম্মদ ময়েজ, কেরাণীগঞ্জ উপজেলা নির্বাহী সমন্বয়কারী আব্দুল জলিল।
আলোচনা সভায় গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণে সংগঠক ফয়সাল আহমেদের সঞ্চালনায় সভাপতিত্ব করবেন চকবাজার থানার আহ্বায়ক মোহাম্মদ আলী।
- বিষয় :
- গণসংহতি আন্দোলন
- নির্বাচন
- সংস্কার