ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি গণতান্ত্রিক ছাত্রসংসদের

গণতান্ত্রিক ছাত্রসংসদের লোগো।

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫ | ১৯:৪৪

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠন গণতান্ত্রিক ছাত্রসংসদ। আজ শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানিয়েছে ছাত্রসংগঠনটি।

সংগঠনের সহ-মুখপাত্র ফারদিন হাসান আন্তন প্রেরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ কোনোরকম টালবাহানা ছাড়া ফ্যাসিস্ট, গণহত্যাকারী দল ‘আওয়ামী লীগ’ নিষিদ্ধ চায় এবং অনতিবিলম্বে তাদের সকল অপরাধের বিচার চায়। জুলাইয়ে যুদ্ধ করে ছাত্র-শ্রমিক-জনতা যেই দলকে প্রত্যাখ্যান করেছে তাদের পুনর্বাসন কখনোই মেনে নেওয়া হবেনা।”

প্রসঙ্গত, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়েও (ঢাবি) একাধিক বিক্ষোভ মিছিল হয়েছে। মিছিল থেকে দলটিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্য প্রত্যাহার চেয়েছেন শিক্ষার্থীরা।

আজ জুমার নামাজের পর থেকে ঢাবির কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিল শুরু করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। সংগঠনটি আওয়ামী লীগ ও নৌকা প্রতীক দ্রুত নিষিদ্ধের দাবি জানায়। পরে তারা বিশ্ববিদ্যালয় এলাকা প্রদক্ষিণ করে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এসে সমাবেশ করে।

একই সময় আওয়ামী লীগ নিষিদ্ধ করা ও সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে ফিলিস্তিনের ওপর গণহত্যা চালানোর প্রতিবাদ জানিয়ে মিছিল আয়োজন করে ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর তারা কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিল শুরু করে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে মিছিলের সমাপ্তি টানে।

এদিকে বিকেল সাড়ে ৩টায় ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দে’র ব্যানারে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে মিছিল নিয়ে এসে রাজু ভাস্কর্যের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধ চেয়ে মিছিল করে শিক্ষার্থীদের একটি দল।

আরও পড়ুন

×