আমরা এখনও ওয়ান-ইলেভেনের ইতিহাস ভুলিনি: হাসনাত আবদুল্লাহ
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৫ | ০৪:১১ | আপডেট: ২৩ মে ২০২৫ | ২০:২৫
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের অবচেতন মনে সেনাবাহিনীকে রাজনৈতিক সালিশের ক্ষমতা দিয়ে দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। অথচ বিএনপি ঐতিহাসিকভাবে সেনাবাহিনীর রাজনৈতিক হস্তক্ষেপের ভুক্তভোগী একটা দল। আমরা এখনও ওয়ান-ইলেভেনের ইতিহাস ভুলে যাইনি, এখনও তারেক রহমানের নির্যাতনের ঘটনা আমাদের স্মরণে রয়েছে। বৃহস্পতিবার ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে, আমরা প্রয়োজন হলে সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব। কিন্তু গণতান্ত্রিক অধিকার এবং সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের যে আকাঙ্ক্ষা থেকে ২০২৪-এর অভ্যুত্থান ঘটেছে, সেখানে রাজনৈতিক হস্তক্ষেপকে আমরা মেনে নেব না। রাজনৈতিক সালিশের সুযোগ দিয়ে আরেকটি ওয়ান-ইলেভেনের পথ কেউ প্রশস্ত করছে কি না- তা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন।
অভ্যুত্থানের নেতৃত্বে থাকা এবং অন্তর্বর্তী সরকারের অংশ হওয়া দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া স্বাভাবিক নয় উল্লেখ করে হাসনাত বলেন, এনসিপিকে নির্বাচনবিরোধী আখ্যা দিয়ে সচেতনভাবেই এক ধরনের কলঙ্ক দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি ছাত্র উপদেষ্টারা দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়- এমন গুজব ছড়িয়ে নেতিবাচক মনোভাব তৈরি করার নানান কার্যক্রমও চলমান।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন পর্যন্ত যে সময় দিয়েছেন, আমরা সেটিকে সমর্থন করি। তবে আমরা এর মধ্যে বিচার ও সংস্কারের কথা বলেছি। অন্যদিকে ছাত্র উপদেষ্টা মাহফুজ আলমও বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবেই। তারপরও দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাস্তা অবরোধ করে আন্দোলন করা কিভাবে গ্রহণযোগ্য হতে পারে?
- বিষয় :
- হাসনাত আবদুল্লাহ