ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

জামায়াতের নিবন্ধন ফেরতে ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ

জামায়াতের নিবন্ধন ফেরতে ওয়ার্কার্স পার্টির প্রতিবাদ

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৩ জুন ২০২৫ | ০১:২৫

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দেওয়ায় প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, এর মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের যুদ্ধাপরাধী দলটির কর্মকাণ্ডের অপকর্মের ইতিহাসকে ধামাচাপা দেওয়ার অপচেষ্টা করা হলো। সোমবার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে এসব কথা বলা হয়। 

এতে বলা হয়, দুর্ভাগ্যজনকভাবে এদেশের লুটেরা শাসক গোষ্ঠীগুলো মুক্তিযুদ্ধের আদর্শিক চেতনায় দেশ পরিচালনা করেনি। ফলে ওই অন্ধকারের শক্তি দিনে দিনে সাম্রাজ্যবাদী ডলার পেট্রোডলার ও পলিটিক্যাল ইসলামে পরিপুষ্ট হয়ে আবার জাতির ঘাড়ে চেপে বসেছে। 

বিবৃতিতে বলা হয়, সাম্রাজ্যবাদ তাদের পুরনো মিত্রদের পুনরুদ্ধারে আপাতত সফল হলেও এদেশের বীর মুক্তিযোদ্ধা ও ধর্ষিতা মাতারা এখনও বেঁচে আছেন। তাদের নতুন প্রজন্মের সন্তানেরাও বেঁচে আছেন, যারা পুনরায় একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় ওই অপশক্তিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করবে। সাম্রাজ্যবাদী সকল ষড়যন্ত্র ছিন্ন করবে। আগামী রাজনীতিতে অসাম্প্রদায়িক  ও গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ন্যায় ও সাম্যের মানবিক বাংলাদেশ গড়ে তুলবে।

আরও পড়ুন

×