ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

বল এখন ড. ইউনূসের কোর্টে: রুহিন হোসেন প্রিন্স

লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক

বল এখন ড. ইউনূসের কোর্টে: রুহিন হোসেন প্রিন্স

সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৫ | ১৮:৫৩

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডনে অনুষ্ঠেয় শুক্রবারের বৈঠককে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। তিনি বলেন, এই বৈঠকে কি হবে এটা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ঠিক করতে হবে। অধিকাংশ রাজনৈতিক দল ও মানুষের দাবি, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্ত নিতে হবে। বল এখন তাঁর কোর্টে। 

বৃহস্পতিবার সমকালকে দেওয়া প্রতিক্রিয়ায় রুহিন হোসেন প্রিন্স এসব কথা বলেন। তিনি বলেন, ‘আমরা বামপন্থি দলগুলোসহ বেশিরভাগ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচনের দাবি জানিয়ে আসছি। বিএনপিও একই দাবি তুলেছে। এখন শুনছি, লন্ডনে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকে নির্বাচনের তারিখ নিয়েও আলোচনা হবে। সেখানে কী সমঝোতা হবে জানি না। তবে ড. ইউনূসকে ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন প্রশ্নে তাঁর অবস্থান স্পষ্ট করতেই হবে।’       

প্রধান উপদেষ্টার লন্ডন সফরের প্রক্রিয়া ও উদ্দেশ্য নিয়ে নানা প্রশ্ন উঠেছে মন্তব্য করে রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘সেখানে তিনি কী জন্য গেলেন, দেশের জন্য কী অর্জন করে আসবেন- সেটা নিয়ে নানা কথা উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা দেখছি। তারপরও বলবো- সেখানে তিনি কোনো বৈঠক করুন বা না করুন- নির্বাচন, সংস্কার ও বিচার প্রশ্নে তাঁকেই দৃশ্যমান ভূমিকা নিতে হবে। এটাই তার ওপর জাতির ম্যান্ডেট।’

‘কাজেই দেশে ফিরে প্রধান উপদেষ্টাকে নির্বাচনের সুনির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করতে হবে এবং সেটা ডিসেম্বরের মধ্যেই হতে হবে। অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যেসব সংস্কার প্রয়োজন তা করতে হবে। বিচার কার্যক্রমও দৃশ্যমান হতে হবে। আমরা মনে করি, এসব কাজ করেই ডিসেম্বরের মধ্যে নির্বাচন শেষ করা সম্ভব, বলেন রুহিন হোসেন প্রিন্স।  

আরও পড়ুন

×