ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

এনসিপি নেতা সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ

এনসিপি নেতা সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ

এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার- সংগৃহীত ছবি

সমকাল প্রতিবেদক 

প্রকাশ: ১৭ জুন ২০২৫ | ১৫:২৩ | আপডেট: ১৭ জুন ২০২৫ | ১৮:০৩

সামাজিক যোগাযোগ মাধ্যমে নৈতিক স্খলনের অভিযোগ ওঠায় দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এতে আগামী পাঁচ দিনের মধ্যে তার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না– এই মর্মে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়। একইসঙ্গে বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত এই নেতাকে দলের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়। 

মঙ্গলবার দলের যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘নৈতিক স্খলনের অভিযোগ উত্থাপিত হওয়ায় এ বিষয়ে আপনার সুনির্দিষ্ট অবস্থান ও ব্যাখ্যা আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব মো. আখতার হোসেন জানতে চেয়েছেন। এমতাবস্থায় উত্থাপিত নৈতিক স্খলনজনিত অভিযোগের কারণে আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না– তার লিখিত ব্যাখ্যা আগামী পাঁচ দিনের মধ্যে ‘রাজনৈতিক পর্ষদ’ এবং এই বিষয়ে গঠিত তদন্ত কমিটি বরাবর পাঠানোর জন্য নির্দেশনা দেওয়া হলো।’ 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বিষয়টি নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত আপনাকে দলের সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য আহ্বায়ক ও সদস্যসচিবের যৌথ নির্দেশনা মোতাবেক এই নির্দেশনা দেওয়া হলো।’

গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথোপকথনের অডিও রেকর্ড এবং একাধিক স্ক্রিনশট ভাইরাল হয়। এতে সারওয়ার তুষারের বিরুদ্ধে এক নারীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ ওঠে। যা ব্যাপকভাবে বিতর্কের সৃষ্টি করে। এর প্রেক্ষিতে স্বপ্রণোদিত হয়ে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে এ বিষয়ে ওই নারী এখন পর্যন্ত কোনো ধরনের লিখিত অভিযোগ দেননি বলে এনসিপি সূত্রে জানা যায়। 

এ বিষয়ে দলের যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত সমকালকে বলেন, সারওয়ার তুষারে বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কথা উঠেছে। এ বিষয়ে তার সংশ্লিষ্টতা কী এবং তার অবস্থানটা কী– তা জানার জন্য কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। মূলত দলের রাজনৈতিক পরিষদের সঙ্গে কথা বলার জন্যই নোটিশ দিয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কী ব্যবস্থা নেওয়া হবে– জানতে চাইলে সিফাত বলেন, অভিযোগ প্রমাণিত হলে দলের সাংগঠনিক শৃঙ্খলা কমিটির সুপারিশের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

ওই নারী লিখিত অভিযোগ দিয়েছেন– কী না জানতে চাইলে এনসিপির এই নেতা বলেন, ভুক্তভোগী এখনও কোনো লিখিত অভিযোগ দেননি। তবে তদন্তের স্বার্থে তার সঙ্গেও কথা বলা হবে। ওই নারী সঙ্গে দলের কোনো সংশ্লিষ্টতা আছে কী না– জানতে চাইলে তিনি বলেন, ওই নারী দলের কোনো পদেই নেই। 
অভিযোগের বিষয়ে অবস্থান জানতে সারওয়ার তুষারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার বিরুদ্ধে যে ক্যাম্পেইনটা চলছে, তা সম্পূর্ণভাবে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। যারা আমার ব্যক্তিগত কথোপকথনের অডিও রেকর্ড আমার অনুমতি ব্যতিত ফাঁস করেছেন, তারা অপরাধ করেছেন। এটা একটা বেআইনি কাজ। 

তিনি বলেন, এই কথোপকথনের অডিও নিয়ে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হওয়ায় কোনো ধরনের লিখিত অভিযোগ না থাকা স্বত্ত্বেও আমার কাছে ব্যাখ্যা চেয়েছে। আমি নির্ধারিত সময়ের মধ্যে দলকে আমার অবস্থান জানাবো।

আরও পড়ুন

×