ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি: কঠোর ব্যবস্থা চায় গণতান্ত্রিক বাম ঐক্য

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি: কঠোর ব্যবস্থা চায় গণতান্ত্রিক বাম ঐক্য

 সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২০ | ০৭:৩৮ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২০ | ০৭:৪১

পেঁয়াজসহ সব নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। নেতারা বলেছেন, কিছুদিন ধরে নিত্যপণ্যের বাজারে পাগলা ঘোড়া দৌড়াচ্ছে। পরিবার-পরিজন নিয়ে খেটে খাওয়া মানুষগুলোর নাভিশ্বাস উঠেছে। এর ওপর করোনা সংকটে সর্বোচ্চ স্বাস্থ্যঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে মানুষ।

শনিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে গণতান্ত্রিক বাম ঐক্যের গণজমায়েত কর্মসূচিতে নেতারা এসব কথা বলেন। দেশব্যাপী বাম ঐক্য ঘোষিত 'দাবি দিবস'-এর কেন্দ্রীয় কর্মসূচিতে এই গণজমায়েতের আয়োজন করা হয়।

সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলমের সভাপতিত্বে গণজমায়েতে বক্তব্য দেন সিপিবির (মার্কসবাদী) সাধারণ সম্পাদক কমরেড ডা. এমএ সামাদ, কেন্দ্রীয় সদস্য সামছুল হক সরকার, প্রগতিশীল গণতান্ত্রিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন খান, কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুম, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সংগঠক হেমায়েত উদ্দিন প্রমুখ।

গণজমায়েতে সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু, কর্মচ্যুত শ্রমিকদের বিশেষ আর্থিক প্রণোদনা দেওয়া, গ্রামে গ্রামে সমবায় কৃষি খামার গড়ে তোলা, গ্রামীণ স্তরে আধুনিক চিকিৎসাব্যবস্থা গড়ে তোলা এবং পাট উৎপাদন ও পাটপণ্যের প্রসারে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি তুলে ধরা হয়। এই পাঁচ দফার বাস্তবায়ন ও মানুষের সংকট সমাধানে সরকারের ত্বরিত পদক্ষেপ দাবি করেন নেতারা।

আরও পড়ুন

×