ধর্ষক ও দুর্নীতিবাজদের কাছে জনগণ জিম্মি: বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ফাইল ছবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২০ | ০৭:৪১
সিলেট, খাগড়াছড়ি ও সাভারসহ দেশের বিভিন্নস্থানে ধর্ষণ ও নারী নিপীড়নের ঘটনায় নিন্দা জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। দলটি বলেছে, ‘সামাজিক নৈরাজ্যের কারণে করোনা দুর্যোগের মধ্যেও ধর্ষণ, হত্যা ও নারী নিপীড়ন আশঙ্কাজনকভাবে অব্যাহত রয়েছে। একদিকে ধর্ষক-নিপীড়ক আর অন্যদিকে দুর্নীতিবাজরা আজ দেশ ও জনগণকে অনেকখানি জিম্মি করে ফেলেছে।’
রোববার বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে আরও বলেছেন, সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে ছাত্রলীগ নামধারী সংঘবদ্ধ লম্পটরা যেভাবে সদ্যবিবাহিত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ করেছে, তার নিন্দা জানানোর ভাষা খুঁজে পাওয়া কঠিন। খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের বর্বরোচিত ঘটনা মারাত্মক আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে।
তিনি বলেন, ‘রাজনৈতিক ও প্রশাসনিক ছত্রছায়া ও পৃষ্ঠপোষকতার কারণে ধর্ষকেরা আজ বেপরোয়া। এই ধর্ষক ও লম্পটদের বড় অংশ এখন ছাত্রলীগসহ সরকারদলীয় বিভিন্ন সংগঠনের ছত্রছায়ায় তাদের ধর্ষণ ও গুণ্ডামি অব্যাহত রেখেছে। অতীতে অসংখ্য ঘটনায় ছাত্রলীগের অপরাধীদের উপযুক্ত বিচার না হওয়ায় দিনদিন এরা ভয়ংকর হয়ে উঠছে। এসব রোমহর্ষক অপকর্মের দায়দায়িত্ব শেষ পর্যন্ত সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।’
বিবৃতিতে অনতিবিলম্বে ধর্ষকদের রাজনৈতিক পরিচয় বিবেচনায় না নিয়ে সব অপরাধীকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানানো হয়। একই সঙ্গে হত্যা, ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করারও আহ্বান জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তি।