আ'লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হলেন সিরাজুল মোস্তফা

ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২০ | ০৭:৫৭
অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক করা হয়েছে। এতদিন তিনি দলের কক্সবাজার জেলা কমিটির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।
বুধবার দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ূয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গত বছরের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল প্রদত্ত ক্ষমতাবলে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
এদিকে অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক হওয়ার কারণে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরীকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে এই দায়িত্ব দেওয়া হয়।
অ্যাডভোকেট সিরাজুল মোস্তফাকে নিয়ে আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সংখ্যা দাঁড়ালো ৭৯ জনে। এখনও কার্যনির্বাহী সদস্যের দু'টি পদ ফাঁকা রয়েছে।
গত বছরের ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত দলের ২১তম জাতীয় কাউন্সিল শেষে বেশ কয়েকটি পদ ফাঁকা রেখে এই কার্যনির্বাহী সংসদ ঘোষণা করা হয়েছিল। পরে কয়েকটি শূন্য পদ পূরণ হলেও এতদিন পর্যন্ত ধর্ম বিষয়ক সম্পাদক পদটি ফাঁকা ছিল। অবশ্য এরই মধ্যে দু'জন সভাপতিমণ্ডলীর সদস্য ও একজন কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যের মৃত্যুতে এসব পদও শূন্য হয়েছে।
- বিষয় :
- আওয়ামী লীগ
- আওয়ামী লীগের কমিটি