ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ধানমন্ডি থানা মহিলা আওয়ামী লীগ

শেখ মিলি সভাপতি, কামরুন নাহার সাধারণ সম্পাদক

শেখ মিলি সভাপতি, কামরুন নাহার সাধারণ সম্পাদক

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২০ | ০৮:১১ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২০ | ০৮:৩০

শেখ মিলিকে সভাপতি ও কামরুন নাহারকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগরীর ধানমণ্ডি থানা মহিলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি সাবেরা বেগম ও সাধারণ সম্পাদক নার্গিস রহমান বৃহস্পতিবার এই কমিটির অনুমোদন দিয়েছেন।

৭১ সদস্যের কমিটিতে সহ-সভাপতি করা হয়েছে কাজী খুরশিদা হক, অরুনা বিশ্বাস, কল্পনা সরকার, মৌমিতা রহমান, আফরুজা খান ও রেহেনা আক্তারসহ ১১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে সেগুফতা সালাম ঈশিতা, শামীমা আক্তার, বিথী হাছান, কাজী সাজিয়া জামান ও সীমা রায়কে। 

সাংগঠনিক সম্পাদক নির্বাচত হয়েছেন জেসমিন আক্তার দিলু, নাদিয়া তাবাসসুম, তাসলিমা আক্তার, জেসমিন আক্তার ও জ্যোতি রায়। এছাড়া কমিটিতে ১৫ জন বিভাগীয় সম্পাদক এবং ৩৩ জন সম্মানিত সদস্য রয়েছেন।


আরও পড়ুন

×