শীতার্ত, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে স্বেচ্ছাসেবক লীগ

রাজধানীর মালিবাগে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নেতৃবৃন্দ।
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২০ | ০৮:৫১ | আপডেট: ২৪ ডিসেম্বর ২০২০ | ০৮:৫৬
সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত, অসহায় ও দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালো বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। বৃহস্পতিবার রাজধানীর মালিবাগে শীতার্ত ও ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনটির নেতারা।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ
এবং ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।
তারিক সাঈদ বলেন, 'মানুষ মানুষের জন্য। সেবা, শান্তি ও প্রগতির পতাকাধারী সংগঠন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে আমরা ধারাবাহিকভাবে এই ত্রাণ বিতরণ করছি। অসহায় মানুষের পাশে এসে দাঁড়িয়েছি।'
নির্মল রঞ্জন গুহ বলেন, 'আপনারা জানেন, মুজিববর্ষ উপলক্ষে
স্বেচ্ছাসেবকলীগ ধারাবাহিকভাবে অসহায় দুঃস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ
কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়া করোনাকালীন দুর্যোগ মুহূর্তে আমরা মানুষের
ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছি। এখন প্রচণ্ড শীতে ছিন্নমূল অসহায় মানুষের
মাঝে ধারাবাহিকভাবে কম্বল বিতরণ করে যাচ্ছি। আমাদের এই কর্মসূচি চলবে।'