ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

রাজনীতিতে কৃষকের অবদানের প্রতিফলন নেই: সাইফুল হক

রাজনীতিতে কৃষকের অবদানের প্রতিফলন নেই: সাইফুল হক

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২০ | ১০:৪৪ | আপডেট: ২৬ ডিসেম্বর ২০২০ | ১১:০৪

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, জাতীয় অর্থনীতিতে কৃষক ও কৃষি খাত বিরাট অবদান রাখলেও দেশের রাজনীতি ও নীতিনির্ধারণে তার প্রতিফলন নেই। জাতীয় সংসদসহ নীতিনির্ধারণী পর্যায়েও কৃৃষকের উপযুক্ত প্রতিনিধিত্ব নেই। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে আমূল ভূমি ও কৃষি সংস্কারের লক্ষ্য নিয়ে কৃষক আন্দোলন এবং কৃষক জাগরণ ঘটাতে হবে।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিপ্লবী কৃষক সংহতির কেন্দ্রীয় কাউন্সিল উদ্বোধনকালে সাইফুল হক আরও বলেন, সরকারসহ সবাই উৎপাদনশীলতার জন্য কৃষকদের প্রশংসা করলেও তাদের প্রয়োজনীয় আর্থিক প্রণোদনা ও সহযোগিতা দেন না। কৃষিবাজার কৃষি উৎপাদকদের নিয়ন্ত্রণে না থাকায় ফসলের লাভজনক মূল্য থেকে কৃষকরা বঞ্চিত হয়ে আসছেন। উৎপাদক চাষিরা কিনতেও ঠকেন, আবার বেচতেও ঠকেন। বাম্পার উৎপাদনের জন্য কৃষকদের পুরস্কৃৃত না করে পরোক্ষভাবে তাদের ঠকিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হয়।

তিনি বলেন, প্রয়োজনীয় পরিকল্পনা ও নীতি-কৌশলের অভাব এবং লুটেরা পুঁজিপতিদের দৌরাত্ম্যে পাটচাষি, আখচাষিসহ কৃষিভিত্তিক শিল্প মহাসংকটে নিমজ্জিত। এদের হাত থেকে পাট, চিনি শিল্পসহ কৃষিকে রক্ষা করা আজ জাতীয় কর্তব্য হয়ে দাঁড়িয়েছে।

বিপ্লবী কৃষক সংহতির সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আনছার আলী দুলালের সভাপতিত্বে এবং সদস্য সচিব আবু হাসান টিপুর পরিচালনায় সম্মেলনের উদ্বোধনী সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় নেতা ফিরোজ আহমেদ। উদ্বোধনী সমাবেশ শেষে এক শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে রাজধানীর সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে সম্মেলনের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে আন্দোলন ও সাংগঠনিক রিপোর্ট পেশ করেন আনছার আলী দুলাল। আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী, ইফতেখার আহমেদ বাবু, অরবিন্দু বেপারী বিন্দু, সজীব সরকার রতন, রোকসানা আক্তার প্রমুখ।

কাউন্সিলের প্রস্তাবে ভারতে নরেন্দ্র মোদি সরকারের কৃষিবিরোধী নীতির প্রতিবাদে দিল্লি অবরোধকারী কৃষক আন্দোলনের প্রতি সংহতি ও একাত্মতা প্রকাশ করে অবিলম্বে কৃষকদের বাঁচার দাবি মেনে নেওয়ার আহ্বান জানানো হয়।


আরও পড়ুন

×